শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:১২ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই রাজ্যেই জয় বিজেপির

মরিয়ম চম্পা: কংগ্রেসের স্বপ্নকে নস্যাৎ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গুজরাটে বিজয় ছিনিয়ে নিল বিজেপি। এবার নিয়ে গুজরাটে টানা ছ’বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এদিকে ফলাফল ঘোষণার পরপরই কংগ্রেসের সদ্য সভাপতি রাহুল গান্ধী ভোটের ফলাফল মেনে নিয়ে বলেন, হিমাচল প্রদেশের কারণে তাদের দলের পরাজয় ঘটেছে।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। প্রায় সমানে সমানে টক্কর চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। পরে অবশ্য এগিয়ে যেতে শুরু করে বিজেপি। ফলাফল এই মুহূর্তে গুজরাটে বিজেপি ৯৬ এবং কংগ্রেস ৮৩। হিমাচল প্রদেশে বিজেপি ৪৫ এবং কংগ্রেস ১৯। দু’টো রাজ্যেই এখন বিজেপির শাসন কায়েম হতে চলেছে।

নির্বাচনের ফল অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী (বিজেপি), উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল (বিজেপি), জিতু বাঘাণী (বিজেপি)। আবার দাভোই, পোরবন্দর, রাধনপুর, মাণ্ডবীতে জয়ী হয়েছে কংগ্রেস।

গুজরাট নির্বাচনের এই ফলকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি ও কংগ্রেসের এই প্রতিযোগিতা এবং বিজেপির বিজয় শুধু রাজ্যের জন্যই নয় কেন্দ্রীয় নির্বাচনের জন্যও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো তাঁর রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনী প্রচারে মোদিই ছিলেন বিজেপির মূল ইস্যু। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়