শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার দর্শক পেলো সৌদি আলোকচিত্র প্রদর্শনী

মুফতি আবদুল্লাহ তামিম: সৌদি আরবের আলোকচিত্র প্রদর্শনীর ৬ষ্ঠ অধিবেশন শনিবার ১৬ ডিসেম্বর শেষ হয়। কর্তৃপক্ষ জানায় এই প্রদর্শনীতে সর্বমোট তাদের দর্শক সংখ্যা ছিলো ৩০ হাজার।
আরব নিউজের বরাতে জানা যায়, সৌদি পর্যটন ও জাতীয় ঐতিহ্য (এসিটিএইচ) কমিশনের উদ্যোগে গত ১২ ডিসেম্বর এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি কালার্স ফোরামের পরিচালক, বদর আল সুদাইরি বলেন, এই বার্ষিক ফোরামের মাধ্যমে প্রিন্স সুলতান বিন সালমান দেশের যুবকদের লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে চান। তিনি চান দেশের সব অঞ্চল থেকে প্রতিভাবান যুবকদের চিত্র ব শিল্পকর্ম যেন দেশের মানুষের সামনে চলে আসে।

আল সুদাইরি বলেন, ‘সৌদি আরবের এই প্রদর্শনী যেন সারা বছর জুড়ে অনুষ্ঠিত হয় আমরা সেই ব্যবস্থা করবো। আমরা চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিভিন্ন অঞ্চলের সন্ধান, ঘটনাবলী, উৎসবের তথ্য দিব ও প্রত্নতাত্বিক স্থানগুলো শুটিংয়ের জন্য খুলে দিবো। যাতে করে নির্মাতারা সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে পারে।

অনুষ্ঠানের সহ-পরিচালক আবদুল্লাহ আল মুর্শিদ বলেন, ফোরামের শেষ পাঁচটি সেশনে ১৫০টি কর্মশালায় প্রায় ১৭০,০০০ দর্শক, ৩০০ টি চলচ্চিত্র এবং ১৫ হাজার ছবি প্রদর্শন করা হয়েছে। এসিটিএইচ পরিচালিত এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি, ন্যাশনাল জিওগ্রাফির বিশেষজ্ঞ ও ফোটোগ্রাফি উৎসাহীদের কাছ থেকে অনেক উৎসাহ ও সাড়া পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়