শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজা শেষে ৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার) : ৬ বাংলাদেশীকে সাজা ভোগ শেষে ফেরত দিয়েছে মিয়ানমার। টেকনাফ সীমান্ত দিয়ে সোমবার দুপুরে তাদের ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশীরা হচ্ছে টেকনাফ অলিয়াবাদ গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে রশিদ উল্লাহ (৩২), সেন্টমার্টিন্স’র সাইর মোহাম্মদের ছেলে হামিদ হোছাইন (৩৭), লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২), ওসিউর রহমানের ছেলে ফজল আহমদ (৩৫) , মো: ইসমাইলের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও আলী চানের ছেলে হাসিম (২২)। টেকনাফ ২ বিজিবি’র ঝিমংখালী বিওপি কোম্পানী কমান্ডর সুবেদার মো: ইব্রাহিম হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, সকাল ১০ টার সময় টেকনাফ বিজিবি বিওপি জেটি থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফি,টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের, বিজিবি সুবেদার মো: ইব্রাহিমসহ ৯ সদস্যের প্রতিনিধি দল মংডুর উদ্দ্যেশে রওয়ানা দেয়।

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও মংডু’র শহরের ইমিগ্রেশন অফিসার ইউ অং চ্য সিন’র নেতৃত্বে ৮ সদস্যে ও প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সাথে বৈঠক শেষে দুপুর ১২ টার দিকে টেকনাফ ট্রানজিট জেটিতে ফিরে আসেন।

২০১৬ সালের ৯ নভেম্বর সেন্টমার্টিন উপকূলের পাশে মাছ ধরারত অবস্থায় এই ৬ জেলেকে মিয়ানমার সরকারী বাহিনী ধরে নিয়ে যায়। পরে তাদের সাজা প্রদান করেন। সাজা ভোগ শেষে তাদেরকে ফেরত নেওয়ার জন্য পত্র করে মিয়ানমার কর্তৃপক্ষ। এর সূত্র ধরে তাদের ফেরত আনা হয়।

সাজা ভোগ শেষে ফেরত আসা রশিদ উল্লাহ বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সেন্টমার্টিন এলাকা থেকে আমাদের ধরে নিয়ে যায় মিয়ানমার বাহিনী। প্রায় ১৪ মাস কারাভোগ করার পর দেশে ফেরত আসতে পেরে ভালই লাগছে।

টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের বলেন, ফেরত আনা ৬ বাংলাদেশীকে তদন্ত সাপেক্ষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়