শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০০ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধতার অভিযোগ তুলে মুলারকে বরখাস্তের পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের রুশ সংশ্লিষ্টতা ইস্যুতে বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারকে বরখাস্তের পরিকল্পনার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প।

এর আগে হোয়াইট হাউসের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি বিষয়কে কেন্দ্র করে মুলার টিমের উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার ট্রাম্প ট্রানজিশন টিমের একজন আইনজীবী কংগ্রেসের কাছে অভিযোগ করেন, মুলারদের তদন্ত দল অবৈধভাবে হাজারো ই-মেইল ও তথ্য হাতিয়ে নিয়েছে। যদিও মুলারের মুখপাত্র এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও আইন মেনেই সব কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া ট্রাম্পও এক মন্তব্যে বলেন, ‘মুলারের কার্যক্রম খুব বেশি ভাল নয় এবং এটি তাকে অনেক হতাশ করেছে।’ ট্রাম্প আরো বলেন, ‘আমি কখনোই এ রকম কোন কিছু কল্পনাও করিনি। সরাসরিই এ কথাগুলো বলছি। কারণ রাশিয়ার সঙ্গে কোন সংশ্লিষ্টতা নেই।’

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই রুশ সংযোগের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং ট্রাম্প এই তদন্তকে ‘ডাইনী খোঁজা’র সঙ্গে তুলনা করেছেন। রোববার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের ‘মুলারকে বরখাস্ত করার বিবেচনা চলছে কি না’ এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘না, আমি এরকম করব না। না, না, না।’
এর আগে হাউসের তদন্ত কমিটির ডেমোক্রেট সদস্য অ্যাডাম স্কিফ সহ অনেক ডেমোক্রেটরা আশঙ্কা প্রকাশ করেন, রিপাবলিকান সদস্যরা এই তদন্ত বন্ধ করে দিতে চাইছেন। সূত্র: বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়