শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির গণতন্ত্র চোখে পড়েনা : সেতু মন্ত্রী

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করেনা, তাই দেশের গণতন্ত্র তাদের চোখে পড়েনা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে ফুটওভার ব্রীজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস না করতাম এবং দেশে যদি গণতন্ত্র না থাকতো তাহলে ঢাকা কি করে আইপিও সম্মেলন হলো?। আইপিওর প্রেসিডেন্ড কি করে বাংলাদেশে আসলেন?। কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের প্রধান কনফারেন্সটি ঢাকায় কিভাবে অনুষ্ঠিত হলো?। গণতান্ত্রিক দেশ এবং দেশগুলোর সবচেয়ে বড় দুটি সম্মেলন ইতিমধ্যে ঢাকায় হয়ে গেলো। তারা কি বোকার স্বর্গে আছে যে দেশে গণতন্ত্র নেই ওই দেশে তারা গণতন্ত্রের এতো বড় সম্মেলন করবে?।

দেশ কারাগারে পরিণত হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ যদি কারাগারের মধ্যে থাকতো তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলামসহ প্রথম সারির বড় বড় নেতারা একে একে সবাই কি করে কারাগার থেকে বেরিয়ে এসেছে। বড় নেতারা বেরিয়ে আসছেন। ছোট নেতাদেরকেও তারা আইন-আদালতে গিয়ে জামিন করাক। সে চেষ্টাতো তাদের নিজেদের নেই।

নিজেরা নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেই হলো। কে কার খবর রাখে। তাদের বড় নেতারাতো সবাই জেলের বাইরে আছে তাহলে দেশ কারাগার কি করে হলো।

পদ্মা সেতুর অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যথা সময়ে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।

সিটি কর্পোরেশনের প্রার্থীর বিষয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের একটি নিয়ম আছে। আমাদের মনোনয়ন বোর্ড রয়েছে যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রথমবারের মতো দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা আগে হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীর বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।

পাশাপাশি আমাদের নেত্রীও বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ কাজ চালছে। তাছাড়া দলে এবং দলের বাইরে সমর্থকদের মধ্যে বেশ কয়েকজন ভালো প্রার্থী রয়েছে। দলের বাইরে সব দিক বিবেচনা সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ ফুট ওভার ব্রীজের জন্য দাবি করলেও ফুট ওভার ব্রীজ ব্যবহার করেনা। তারা রোড ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হয়। তাই ওভার ব্রীজ দিয়ে পারাপারের জন্য জনগণকে সচেতন করার পরামর্শ দেন।

ঢাকা-আরিচা মহাসড়ের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে বাংলাদেশের ২য় আট লেন নির্মাণ করা হয়েছে। ঢাকা-চিটাগাং রোডে ৩৫ টি ফুট ওভার ব্রীজ রয়েছে। জনস্বার্থে আরও ফুট ওভার ব্রীজ তৈরী করা হবে। এই শীতের সময় ঘন কোয়াশার মধ্যে সবাইকে সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দেন।

মন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়