শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জের সরকারী খাল দখল করে নির্মাণ করা হচ্ছে মার্কেট

ফারমিনা তাসলিম: মানিকগঞ্জের হরিরামপুরে সরকারী খাল দখল করে নির্মাণ করা হচ্ছে মার্কেট। এ কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে একটি স্কুলের পরিচালনা পরিষদের বিরুদ্ধে । তাদের দাবি ভূমি মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়া হয়েছে। তবে তা অস্বীকার করেছেন স্থানীয় ভূমি কর্মকর্তারা।

ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের পাঁচ বিঘা জমিতে মার্কেট নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। আর এ কাজের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিজস্ব জমির সঙ্গে কালিকাপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত খালের ৪৭ শতাংশ জমিও ভরাট করে।

স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে খালের মুখে মাটির বাধ দেওয়ায় ইছামতি নদীর আশপাশের প্রায় ১৫টি গ্রামের কৃষি জমিতে পানি ঢুকতে পারছে না। তারা বলেছেন, এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন প্রতিকার পাননি।

স্থানীয়রা জানান, স্কুলের খাল ভরাট করে ব্যবসা বাণিজ্য শুরু করছে। ডিসি অফিসে, শিক্ষা অফিসে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। কিন্তু এ লিপিগুলোকে গুরুত্ব দেওয়া হয় না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে খাল ভরাট করা হয়নি। জমির মাটি গড়িয়ে খালে পড়েছে।

অন্যদিকে কাজটি অবৈধ স্বীকার করে আরেক সদস্য বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থেই এ কাজ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কাজী আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের স্বার্থের কারণে আমরা খাল ভরাট করছি।

স্থানীয় ভূমি কর্মকর্তার দাবি, ভূমি মন্ত্রণালয় থেকে খাল ভরাটের কোন অনুমোদন দেয়া হয়নি। খাল দখলমুক্ত না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রাশিদা আক্তার বলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় অনুমোদন দিয়েছে বা অনুমোদন মিলেছে- এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। তারা স্বেচ্চায় খালকে দখলমুক্ত না করলে সরকারিভাবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

সূত্র - ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়