শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৩ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের একদিন পর শুক্রাবাদ থেকে মিললো মেরিন ইঞ্জিনিয়ারের লাশ

সুশান্ত সাহা: উত্তরার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার রকিবউল্লাহ রিমনের নিখোঁজ হওয়ার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার রাত ১২টার দিকে একদিন পর রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে রিমনের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রাতে রিমনের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়। তবে, হত্যার কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে শেরেবাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, রোববার রাতে খবর পেয়ে শুক্রাবাদে ওই ভবন থেকে রিমনের লাশ উদ্ধার করা হয়। পরে দুই বন্ধু ওই নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিনো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন। সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমন্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ঢাকার নিউ মার্কেট থানায় একটি জিডি করে তার পরিবার।

এ বিষয়ে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আব্দুস সালাম জানান, রকিবউল্লাহ রিমন নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে শনিবার নিউ মার্কেট থানায় একটি জিডি করেছিল তার পরিবার। জিডি হওয়ার পরপরই তারা তদন্ত শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়