শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে

ফারমিনা তাসলিম: চালের দাম আবারো বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সব ধরণের চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা ধানের দাম এবং আমদানির বাড়তি খরচে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে ক্যাব বলেছে, সরকারের নজরদারীর অভাবে ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে।

যদিও চালের বাজার নিয়ন্ত্রণে সরকার খোলাবাজারে চাল বিক্রি করেছে, আমদানি শুল্ক কমিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বরং দাম আবারো  ঊর্ধ্বমুখী।

রাজধানীর পাইকারী বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৮ টাকায়। সাত দিনে বেড়েছে কেজিতে ২ টাকা। আর আমদানি করা মোটা চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়। খুচরা বাজারে তা আরও বেশি। সরকারি সংস্থা টিসিবির হিসেবে এক মাসে চালের দাম বেড়েছে আড়াই শতাংশ।

ক্রেতারা বলেন, আমরা চাল ন্যায্যমূল্যে কিনতে পারছি না। যখন চালের দাম ২০ টাকা বাড়ছে, সরকার যখণ চাপ দেয় তখন দাম থেকে ৫ টাকা কমায়।

বরাবরের মতো খোঁড়া অযুহাত দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। আর দোষও চাপাচ্ছেন একে অন্যের ওপর।

কারওয়ান বাজারের পাইকারী ব্যবসায়ী জসিম উদ্দীন বলেন, বৈরী আবহাওয়ার কোন দুর্যোগ আমরা পায়নি। সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো হওয়ার কথা। কিন্তু এটার দামও বেশি। তাদের অযুহাত একটাই, তারা দাম বেশি বলে আমাদের শাসাচ্ছে। এখন এটা আমাদের মানতে হবে। এছাড়া আমরা এর বাইরে কোথায় যাবো?

মিল মালিক সমিতির সদস্য জয়নাল আবেদিন বলেন, ধান ও চাল যেখান থেকে আমদানি করা হয় সেখানেও দামবৃদ্ধি। যার কারণে আমাদের চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জাকির হোসেন রনি বলেন, মোদ্দাকথা সরকার দাম বাড়ানোর ফলে কৃষকদের কাছ থেকে সংগ্রহের দামটি বাড়ানোর ফলে চালের দাম একটু বাড়তি থাকবে। বিদেশ থেকে আমদানি করা চাল গুদামজাত করে ব্যবহার করতে যেন না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে চার মাসে চাল আমদানি হয়েছে ১৮ লাখ টনের বেশি। আর চালের মজুদ তিন কোটি ৮১ লাখ টন। তারপরও চালের দাম বাড়ার কোন কারণ নেই বলছে ক্যাব।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব হুমায়ুন কবির বলেন, সুবিধাভোগী একটা শ্রেণি আছে কোন সুযোগ পেলে তারা সুবিধা ব্যবহার করে। আমরা এ ব্যাপারে অনুরোধ করব সরকার যেন টিসিবির কাছ থেকে চাল আমদানি করে। আর সেটা যদি সরকারের কাছে চাল মজুদ থাকে অবশ্যই ব্যবসায়ীদের চালবাজিটা বন্ধ হবে।

ওঠছে আমন ধান বাজারে আসবে নতুন চাল। ব্যবসায়ীদের আশ্বাস তখন দাম কমতে থাকবে।

সূত্র - ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়