শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ ও লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর বোর্নমাউথকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লিভারপুল। রোববার রাতে বোর্নমাউথের মাঠেই বড় জয় পায় অল রেডসরা।

বোর্নমাউথের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-০ তে লিড নেয় ইয়োর্গেন ক্লপের লিভারপুল। স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো, সেন্টারব্যাক ডেজান লোভরেন, মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৬৬ মিনিটে লক্ষ্যভেদ করেন কুতিনহোর স্বদেশী রবার্তো ফিরমিনো।

অন্য ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ব্রমকে ২-১ ব্যবধানে হারিয়ে ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেল হোসে মরিনহোর শিষ্যরা।

ওয়েস্ট ব্রমের মাঠে শুরুতেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ম্যানইউ। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। রেড ডেভিলসদের ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৭৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন সাবেক ইংলিশ মিডফিল্ডার ৩৬ বছর বয়সী গ্যারেথ ব্যারি।

এর আগে ১৮তম রাউন্ডের খেলায় শিরোপা প্রত্যাশী সব জায়ান্টই জয় পেয়েছে। নিউক্যাসলকে ১-০ গোলে আর্সেনাল, সাউদাম্পটনকে সমান ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও হাইভোল্টে ম্যাচে টটেনহামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে উড়ন্ত ম্যানচেস্টার সিটি।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর সঙ্গে ম্যানসিটির লিড ১১ পয়েন্ট। ১৮ ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ ৫২। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ৪ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৩৩ পয়েন্টে পাঁচে আর্সেনাল। সাতে নেমে গেছে টটেনহাম (৩১)। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়