শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ীসহ আহত ২

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলন্ত প্রাইভেটকার থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যবসায়ীসহ দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

রবিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে এ ঘটনা ঘটে।

গুলিব্ধিরা হলেন- রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী এবং শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. রুবেল আহমেদ (৩০) ও তার ওয়ার্কশপের কর্মচারী ভোলা সদর উপজেলার কানাইনগর এলাকার আবুল বাশারের ছেলে মো. হাসনাইন (২৬)। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ৯টার দিকে শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকার ওয়ার্কশপটি বন্ধ করে কর্মচারী হাসনাইনকে মাওনা চৌরাস্তায় নামিয়ে দেয়ার জন্য মোটরসাইকেলের পেছনে বসিয়ে রওনা হন। পথিমধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে ঢাকাগামী সাদা প্রাইভেটকার (ঢাক মেট্টো-খ-১১-২৩৬৪) থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। পরে তারা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যায়। রুবেলের কোমরের নিচে এবং হাসনাইনের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের আটকে এলাকায় অভিযান শুরু করে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আল হেরা হাসপাতালের চিকিৎসক শোয়ায়েব (হৃদয়) জানান, হাসনাইনের গুলিটি পায়ের একপাশ থেকে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। আর রুবেলের কোমরের পেছনের পেশী ছিড়ে গুলিটির একাংশ জিন্সের প্যান্টের সঙ্গে আটকে ছিল।

সূত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়