শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফার্মগেটের পার্কে কুতুববাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

//ওরশের অনুমতি নেই : প্যানেল মেয়র ডিএনসিসি//
শাকিল আহমেদ : রাজধানীর ফার্মগেটে ওরশ করার অনুমতি না থাকায় গতকাল কুতুববাগ দরবার শরীফ পার্ক থেকে বাঁশের স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসির মোবাইল কোর্ট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি জানিয়েছেন, যানজটসহ নানা কারণে এবার ওরশের অনুমতি দেওয়া হয়নি। ২০১১ সাল থেকে ফার্মগেটে আনোয়ারা পার্ক ও আশপাশের রাস্তা দখল করে প্রায় মাসব্যাপী মাহফিল (ওরশ) করে আসছে কুতুববাগ দরবার। গত বছর নানা সমালোচনার মুখে এ মাহফিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করে ডিএনসিসি। সেসময় মেয়র আনিসুল হকের সঙ্গে কয়েক দফা বৈঠক করে শর্তসাপেক্ষে শেষবারের মতো অনুমতি চেয়ে নেওয়া হয়। গত ২৩ জানুয়ারি সংবাদ সম্মেলনে দরবার শরিফের প্রধান খাদেম অ্যাডভোকেট মির্জা মাহবুব সুলতান বাচ্চু বলেছিলেন, আগামী বছর ঢাকার বাইরে নারায়ণগঞ্জে নিজেদের সম্পত্তিতে আমরা মাহফিল করব। এটা কারো চাপে নয়, নিজেদের ইচ্ছায়।

অথচ মেয়র অনিসুল হকের মৃত্যুর ১০ দিনের মাথায় আবার শুরু হয় মাহফিলের কার্যক্রম। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি মাহফিল আয়োজনের জন্য প্রস্তুতি নেয় কুতুববাগ।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর ডিএনসিসির বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তাদেরকে অনুমতি না দেওয়ার বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। এরপরও রাতের আঁধারে অবৈধভাবে তোরণ ও প্যান্ডেল নির্মাণ করছিল।

গতকাল ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে অস্থায়ী তোরণ ভেঙে ফেলা হয়। মঞ্চ তৈরির জন্য রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

দরবার শরীফের একজন খাদেম মেহেদুল ইসলাম মাহি জানান, ১১ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তারা মাহফিলের অনুমতি পেয়েছেন। সিটি করপোরেশনের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি।

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি বলেছেন, রাস্তা দখল করে ওরশ করায় যানজটের সৃষ্টি হয়। এতে জনভোগান্তি বাড়ে। এ কারণে অনুমতি দেওয়া হয়নি। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়