শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঘুরে দাঁড়াও’ মিশনে ঢাকা ওয়াসা এখন দক্ষিণ এশিয়ায় রোল মডেল

//সাক্ষাৎকারে প্রকৌশলী তাকসিম এ খান//

আহমেদ রাজু : পানি ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসা এখন দক্ষিণ এশিয়ায় রোল মডেল। খুব অল্প সময়ে ওয়াসা একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ওয়াসাকে বিভিন্ন দেশে মডেল হিসেবে উপস্থাপন করছে। অন্যদেশকেও এখন কারিগরি সহায়তা দিচ্ছে ঢাকা ওয়াসা। এটি বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক। ঢাকা ওয়াসার সাফল্য ও অর্জন নিয়ে আমাদের অর্থনীতিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তাকসিম এ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ভিশন-২০২১ কর্মসূচি ঘোষণা করেন। তখন তিনি ঢাকা ওয়াসাকেও বিশ্বের একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা হাতে নেন। সে পরিকল্পনার অংশ হিসেবেই ২০০৯ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির দায়িত্ব দেন আমাকে। তখন প্রতিষ্ঠানটির অবস্থা ছিলো খুবই নাজুক। দিন আনে দিন খায় অবস্থার মতো। কোনো চেইন অব কমান্ড ছিলো না। ছিলো শত শত অবৈধ পানির সংযোগ। রাজস্ব আদায় ছিলো মাত্র ৩৩০ কোটি টাকা। অর্থাৎ মোট রাজস্বের মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। সুশাসন না থাকায় সিস্টেম লস ছিলো ৪০ শতাংশ।

এরপর আমরা প্রধানন্ত্রীর নির্দেশে ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ শীর্ষক একটি কর্মসূচি হাতে নিই। ওয়াসাকে নতুন করে ঢেলে সাজাতে একটি পলিসি পেপার তৈরি করি। সেই পলিসির আলোকে পরিচালনা করায় এখন আমুল বদলে গেছে ওয়াসা। পানি ব্যবস্থাপনার উন্নয়নে এডিবির আর্থিক সহায়তায় আমরা ডিস্ট্রিক্ট মিটার এরিয়া (ডিএমএ) পদ্ধতি চালু করছি। এটি দক্ষিণ এশিয়ায় প্রথম। ডিএমএর সাফল্যকে এডিবি বিশ্বের অন্যান্য দেশে মডেল হিসেবে উপস্থাপন করছে। ওয়াসার সাফল্য নিয়ে এডিবি একটি বই প্রকাশ করেছে। এখন আমরা দক্ষিণ এশিয়ায় সেরা অবস্থানে আছি। এখন আমরা এশিয়ায় সেরা হওয়ার টার্গেট নিয়ে কাজ করছি।

ওয়াসার এমডি বলেন, আমি যখন দায়িত্ব নিই, তখন নগরীতে ছিলো তীব্র পানি সংকট। পানির জন্য মানুষ মাঝেমধ্যেই রাস্তায় হাঁড়ি-পাতিল নিয়ে মিছিল করতো। কিন্তু এখন নগরীর কোথাও পানি সংকট নেই। উপরন্তু আমরা চাহিদার চেয়েও বেশি পানি উৎপাদন করছি। রাজস্ব আদায়ও বেড়েছে আগের চেয়ে তিনগুণ। এখন রাজস্ব আদায় হচ্ছে ১১০০ কোটি টাকা। এটি মোট রাজস্বের ৯৮ শতাংশ। অন্যদিকে সিস্টেম লস নেমে এসেছে ২০ শতাংশে।

তিনি বলেন, ডিএমএ পদ্ধতি চালুর আগে আমরা সিস্টেম লস ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু নতুন এই পদ্ধতি যেখানে চালু হয়েছে, সেখানে সিস্টেম লস সাড়ে ৭ শতাংশ। এখন নগরীতে সরবরাহকৃত পানির ৭৫ শতাংশই ভূ-গর্ভস্থ উৎস থেকে আসে। মাত্র ২৫ ভাগ পানি সংগ্রহ করা হয় ভূ-পৃষ্ঠ থেকে। ২০২১ সালের মধ্যে ভূ-পৃষ্ঠ থেকে ৭০ শতাংশ পানি তুলতে চাই। তখন ৩০ শতাংশ পানি তোলা হবে ভূ-গর্ভ থেকে।

তাকসিম এ খান বলেন, এসএমএস সার্ভিসের মাধ্যমে বিল সংক্রান্ত যাবতীয় তথ্য এখন আমরা গ্রাহককে জানাচ্ছি। ২০২১ সালের মধ্যেই ওয়াসার সব কর্মকা- হবে ডিজিটালাইজড। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়