শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় একগুচ্ছ সুপারিশ

ডেস্ক রিপোর্ট : প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশের অধিকার সুরক্ষা এবং সমুন্নত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (ওশি)। এ লক্ষ্যে সরকারের কাছে কতগুলো সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবির বিষয় জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভাইস চেয়ারপারসন ড. এস এম মোর্শেদ। তিনি বলেন, আগামীকাল ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস। এ দিবসকে সামনে রেখে কর্মক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানিয়েছে নিরাপত্তা নিয়ে কর্মরত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান ওশি।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রশিক্ষণ ও ব্রিফিংয়ে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের যথাযথ তথ্য দিয়ে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করতে হব। কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। সরকারি হাসপাতালে বিদেশগামী শ্রমিক ও বিদেশ ফেরত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

বিদেশে বাংলাদেশের শ্রম উইংগুলোতে কার্যকর ও হেল্প লাইন চালু করতে হবে। দুর্ঘটনার শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে যথাযথ আইনি সহায়তার সুযোগ তৈরি করতে হবে। গন্তব্য দেশের সঙ্গে যৌথ শ্রম পরিদর্শন এবং প্রতিবেদন তৈরির ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে সৌদি আরব ফেরত নারী শ্রমিক রহিমা বেগম তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি ৫ মাস গৃহকর্মী হিসেবে সৌদি আরবে কাজ করেছি। মালিক আমাকে কোনো পারিশ্রমিক দেয়নি। পরে আমি মালিকের বাড়ি থেকে পালিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে চলে যাই। দূতাবাস থেকে আমাকে দেশে ফেরত আসার ব্যবস্থা করে দেয়। তবে আমাকে নিজ খরচেই দেশে আসতে হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওশি’র নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন ও কমিউনিকেশন অফিসার আবদুর রাশিদ প্রমুখ। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়