শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪০ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় লুবানা ও মাস্টারমাইন্ডসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নুরুল আমিন হাসান : রাজধানীর উত্তরায় রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) অভিযানে লুবানা জেনারেল হাসপাতাল ও মাস্টার মাইন্ড স্কুলসহ চার প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ৪টি স্থাপনা উচ্ছেদ ও তিনটি ভবন সিলগালা করা হয়েছে।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের গরীব ই নেওয়াজ রোডে রোববার সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩ নম্বর সেক্টরের লুবানা জেনারেল হাসপাতালকে ১০ লাখ, মাস্টার মাইন্ড স্কুলকে ৫ লাখ, এবি ব্যাংকের উত্তরা শাখাকে ৫০ হাজার ও ওই ভবনের মালিককে ৫ লাখ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৫০ হাজার টাকা ও ওই ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনাকালে একই সড়কের (১৩ নম্বর সেক্টর) ৭ নম্বর বাড়ির নিচতলার ফার্মেসী খালি করে দেওয়া হয়েছে। এছাড়া ওই ভবনসহ ৮ নম্বর বাড়ির এবি ব্যাংকের ভবন ও ১০ নম্বর বাড়ির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভবনটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে সিলগালা করা হয়েছে। তাছাড়াও একই সড়কে অবৈধভাবে গড়ে তোলা সেমি পাকা ৪টি প্লট উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আমাদের সময় ডটকমকে জানান, আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও ভবনের কার পার্কিং না থাকায় এই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে গড়ে উঠা ৪টি সেমি প্লট উচ্ছেদ ও তিনটি ভবনকে সিলগালা করা হয়েছে।

এ সময় রাজউকের উত্তরা জোন-২ এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম ও উত্তরা পশ্চিম থানা পুলিশ উক্ত অভিযানে অংশ নেয়।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়