শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র না থাকলে ‘ঘেউ ঘেউ’ করতে পারতেন?

ডেস্ক রিপোর্ট : বিএনপির মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কুকুরের মত ঘেউ ঘেউ করে, যা খুশি তাই বলে। দেশে গণতন্ত্র না থাকলে টেলিভিশনে এত বড় বড় কথা বলতে পারতেন? রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, জাতির পিতাকে হত্যা করে খুনি মোশতাক-জিয়া ক্ষমতা দখল করেছিল। হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করেছে। যারা খুন করে, আগুন সন্ত্রাস করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

তিনি বলেন, ‘বিএনপির স্পর্ধা কত বড়? তারা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলে! একটা চোরের কাছে কেন প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে? বিএনপি নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছেন। তারপুত্র সিঙ্গাপুর ও মালেয়শিয়ায় টাকা পাচার করেছে, এটা প্রমাণিত।’

আগামী নির্বাচনে যেন স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

রোববার বিকাল ৩টা ২০মিনিটে বঙ্গবন্ধু আঅন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শহীদ সন্তান সাংবাদিক শাহীন রেজা নূর, দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

-পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়