শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৯ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি- টেনের ফাইনালে সাকিবের দল কেরালা কিংস

এম এ রাশেদ তালুকদার: টি-টেন লিগে রবিবার সেমিফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে নেমে কোনো বল না খেলেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারের চতুর্থ বলে আউট হন কাইরন পোলার্ড। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ছিলেন নন স্ট্রাইক প্রান্তে। তার সাথে স্ট্রাইক প্রান্তে ছিলেন নিকোলাস পুরান। বোলিংয়ে ছিলেন মোহাম্মদ সামি। ওভারের পঞ্চম ডেলিভারিটি অনসাইডে ঠেলে দেন নিকোলাস পুরান। তখন পুরান ও সাকিব দু’জনই রান নেয়ার ঝুঁকি নেন।
কিন্তু শর্ট স্কোয়ার লেগ থেকে রিলি রুশো দৌঁড়ে গিয়ে বলটি দ্রুত নন স্ট্রাইক প্রান্তে থ্রো করেন। বল সরাসরি গিয়ে স্ট্যাম্পে আঘাত হানে। সাকিব আল হাসান ক্রিজে পৌঁছালেও ব্যাট উঁচুতে ছিল। ফলে, তিনি কোনো বল না খেলে ব্যক্তিগত শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে ফিরেন।

তবে, এই ম্যাচে সাকিব আল হাসানের দল কেরালা কিংস জয় পেয়েছে। মারাঠা অ্যারাবিয়ান্সকে তারা পাঁচ উইকেটে হারিয়েছে। এর ফলে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় সাকিব আল হাসানরা ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে।
এদিকে, এখন দ্বিতীয় সেমিতে লড়ছে তামিমের পাখতুনস ও পাঞ্জাব লিজেন্ডস। ওই ম্যাচের বিজয়ী দলের সাথে ফাইনালে লড়বেন সাকিবের দল কেরালা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়