শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:১১ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে ‘কাই-তাক’ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জনজীবন

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘ট্রপিকাল ডিপ্রেশন কাই-তাক’ এর আঘাতে বড়দিন উপলক্ষে বাড়িমুখো হাজারো মানুষ অসহায় অবস্থায় দিনযাপন করছে। ঘুর্ণিঝড়টিতে ৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ১৯ জন এবং ৮৭ হাজারেরও বেশি মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে। এছাড়াও ৩৯টি শহরের বিভিন্ন রাস্তা এবং ব্রিজ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে দেশটির দুযোর্গ বিভাগ।
রবিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, ১৫ হাজার ফেরি যাত্রী অসহায় অবস্থায় রয়েছে। ভূক্তভোগী এক যাত্রী বলেন, ‘বিগত তিনদিন যাবত বাসের মধ্যেই ঘুমাতে হচ্ছে। বড়দিন উদযাগন করতে বাড়িতে যেতে চাইলেরও আবহাওয়ার কারণে পারছিনা।’
হায়ানের কারণে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো আবারও ক্ষতির মুখে পড়লো বলে জানায় লেতে’র এক কৃষক রেমেডিওস সেরাতো। সেরাতো বলে আমাদের মধ্যে ‘হায়ান’ নিয়ে আতঙ্ক কাজ করতো কারন সব নারিকেল গাছগুলো ধ্বংস হয়ে গেছিল। নতুন করে লাগানো লেটুস এবং বেগুণগুলোও নতুন করে আসা ঝড়ে ধ্বংস হয়ে গেল।
প্রতিবছর ২০ টি বড়ধরনের ঝড়ের মুখে পড়তে হয় দেশটির। এরআগে ২০১৩ সালে সুপার টাইফুর হায়ানে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিভাগের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, ‘ঝড়টি ধীরে ধীরে সরে যায়, এবং প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা শুরু হয়ে যায়, টাকলোবান প্রদেশের ৮২ শতাংশ জেলা ডুবে যায়।’ দ্য সানডে ডেইলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়