শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৯ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ মাটিরই রয়ে গেছে, সোনার বাংলা হতে পারেনি : লে. জে. মাহবুবুর (অব)

মরিয়ম চম্পা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ মাটির বাংলাই রয়ে গেছে, সোনার বাংলা হতে পারেনি।
জন্মভূমির ঋণ শোধ করতে সেনাবাহিনী থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আদর্শ ও নৈতিকতার জায়গা থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমি দেশের সাধারণ জনগনের চোখ দিয়ে দেখতে চাই। সাধারণ মানুষ যেমন নির্বাচন, যেমন সংসদ ও সাংসদ এবং সরকার চাইবে আমি মনে করি তেমনই একটি সরকার হওয়া উচিত।
আমাদের অর্থনীতির প্রতিবেদককে সাবেক সেনাপ্রধান বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চারা ও বীজ বপন হলেও গণতন্ত্রের গাছটিতে ফুল-ফল, শাখা-প্রশাখায় পরিপূর্ণ হয়নি। এই (একাদশ) নির্বাচনের মধ্যে দিয়ে যেন সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এমনটাই স্বপ্ন দেখে ভোটাররা। দেশের প্রধান দুই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে যে কঠিন বৈরি ভাবাপন্ন পরিবেশ ও আস্থার অভাব তৈরি হয়েছে এটা থেকে তাদের বেড়িয়ে আসতে হবে। না হলে সুবিধাবাদী অন্য দল তাদের বৈরিতার সুযোগ নিয়ে বড় ধরণের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিদেশি বিশ্লেষকরা আগামী নির্বাচনের দিকে চোখ কান খোলা রেখে তাকিয়ে আছে। তারা সকলেই চায় আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের জন্য একটি মাইলস্টোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়