শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি দাবি টিলারসনের

মরিয়ম চম্পা : মিয়ানমারে আটককৃত রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শুক্রবার জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় টিলারসন বলেন, রয়টার্সের দুই সাংবাদিকের বিষয়ে মিয়ানমারে মার্কিন দূতাবাস থেকে তাদের উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে।

বুধবার মিয়ানমার সরকারের মুখপাত্র জ হাতায়’র বরাত দিয়ে রয়টার্সের দুই সাংবাদিক কো ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও কে গ্রেপ্তারের খবর জানান। ইয়াঙ্গুন উপকন্ঠে মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়, তবে গ্রেপ্তারের মূল কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।

শুক্রবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের ফেইসবুক পাতায় লেখা হয়, আমরা এখনও রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও কে নিয়ে খুবই উদ্বিগ্ন। পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তাদের কোথায় আটকে রাখা হয়েছে সে সম্পর্কেও কিছু জানানো হচ্ছে না। মন্ত্রণালয় থেকে দুই সাংবাদিকের হাতকড়া পরা ছবি প্রকাশ করা হয়েছে বলে জানায় রয়টার্স।

সাংবাদিক ওয়া ২০১৬ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের সংকটসহ আরও বিভিন্ন ধরনের সংবাদ প্রতিবেদন তৈরি করেছেন। আর কিয়াও সোয়ে গত সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়