শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:১৩ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে ১ ব্যাক্তি আটক

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : চট্টগ্রামে পছন্দের সরকারি স্কুলে ভর্তির জন্য জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন এক অভিভাবক। আটক ব্যাক্তির নাম মো. শামসুল হক (৪৫)। রোববার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে তার কক্ষ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ছেলেকে সকাকারি স্কুলে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার তদবির নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন শামসুল হক। এ সময় তিনি একটি সাদা খামে করে আমার দিকে এগিয়ে দেন। খামটি খুলে দেখি সেখানে নগদ ৩০ হাজার টাকা। খামটি দিয়ে ছেলেকে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।

আমি প্রথম দিকে উনাকে খাম নিয়ে চলে যাওয়ার অনুরোধ করি। তার পরও তিনি আমার দিকে খামটি নিয়ে আাসে। এই সময় পরে ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশের কাছে হস্তাস্তর করি। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলার প্রস্তুুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শামসুল হক জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবেন বলে দুপুরে তার কক্ষে প্রবেশ করেন। সেখানে আসন্ন ভর্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে ছেলেকে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার রমিজ আলম বলেন, টাকা কেন জানতে চাইলে শামসুল জেলা প্রশাসককে বলেন- ‘আপনার জন্যে এনেছি’। যদিও পরবর্তীতে এ জন্য ভুল স্বীকার করেছেন তিনি।

নগর পুলিশের কোতয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ঘুষ দেওয়ার সময় হাতেনাতে আটক ওই ব্যাক্তিকে হাজতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়