শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ দিনে টিকে থাকার আশায় ইংল্যান্ড

এম এ রাশেদ তালুকদার: ইংল্যান্ডের সামনে এখন শুধু একটাই সমীকরণ- আগামীকাল শেষ দিনে টিকে থাকতে হবে। সেই টিকে থাকাটা অন্য কিছু নয়, উইকেটে টিকে থাকা, একইসঙ্গে সিরিজেও। অ্যাশেজ সিরিজ বাঁচাতে পার্থ টেস্টের শেষ দিনে টিকে থাকার লড়াইটাই বড় ইংলিশদের জন্য। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ৬৬২ রানের পাহাড় মাথায় নিয়ে পঞ্চম দিনটা কাটিয়ে দেয়ার বিকল্প নেই জো রুটের দলের।

এদিকে আজ রোববার পার্থ টেস্টের চতুর্থ দিনে স্টিভেন স্মিথের ২৩৯ আর মিচেল মার্শের ১৮১ রানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০৩ রান করেও তাই ইনিংস পরাজয়ের দুশ্চিন্তায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করতে নেমেছে ২৫৯ রানে পিছিয়ে থেকে।

স্মিথরা চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে। এখনও ইনিংস পরাজয় এড়াতে ১২৮ রান করতে হবে ইংল্যান্ডকে। তবেই অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠানো যাবে। না হয়, শেষ দিন উইকেট কামড়ে থেকে ড্র করতে হবে ইংল্যান্ডকে।

এই ম্যাচে জয়ের কোনো সুযোগই নেই ইংল্যান্ডের সামনে। তাই উইকেট কামড়ে পড়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে ইংল্যান্ডের জন্য। তবে কাজটা কি এতই সহজ হবে? এমনিতেই পঞ্চম দিনের উইকেট। এর মধ্যে শীর্ষ চার ব্যাটসম্যান চলে গেছেন সাজঘরে।

তবে ইংলিশদের নিরাশার মধ্যেও একটু আশার ঝিলিক হতে পারে, ডেভিড মালান আর জনি বেয়ারস্টোর ব্যাটিং। প্রথম ইনিংসের এই দুই সেঞ্চুরিয়ানই এখন আছেন উইকেটে। মালান ২৮ আর বেয়ারস্টো ১৪ রান নিয়ে ব্যাটিংয়ের সময়ই শেষ বেলায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

তার আগে জেমস ভিন্স আশা জাগিয়ে ফিরেছেন ৫৫ রানে। অধিনায়ক জো রুট করেছেন ১৪ রান। অ্যালিস্টার কুক আরও একবার ব্যর্থ। অভিজ্ঞ এই ওপেনারও ১৪ রানের বেশি এগুতে পারেননি। আরেক ওপেনার মার্ক স্টোনম্যান আউট হন মাত্র ৩ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে ২৩ রানে ২টি উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। একটি করে উইকেট মিচেল স্টার্ক আর নাথান লায়নের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়