শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারিয়ে সুন্দর সূচনা বাংলাদেশের

[caption id="attachment_404442" align="alignleft" width="640"] ফাইল ছবি[/caption]

এল আর বাদল : নেপালের বিরুদ্ধে পুরুষ ফুটবল দল স্বাচ্ছন্দ্যে জিতেছে, এমন ঘটনা গত ছয় বছরেও ঘটেনি। অথচ ওই দেশটির বিরুদ্ধে আজ বীরের মতো জিতল বাংলাদেশের মহিলা ফুটবল দল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে নেপালের বিরুদ্ধে একপেশে খেলে ৬-০ গোলের বড় ব্যবধানে সুন্দর সূচনা করেছে লাল-সবুজের দেশ। এদিন হ্যাটট্রিকও করেছেন স্ট্রাইকার তহুরা খাতুন। একই দিনে প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়ে দেয় ভুটানকে।
খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে খান্ত হয় মারিয়া মা-ার দল । তহুরার তিন গোলের পর ২টি গোল করেছেন আনুচিং মুগিনি। বাকি গোলটি এসেছে মনিকা চাকমার কাছ থেকে। এক বছর আগে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে শিরোপা জয়ের পথে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক বছর পর সেই দলের বিপে মাঠে নামার আগে বাংলাদেশ মানষিকভাবে এগিয়েই ছিল। তবে আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মারিয়া মা-া বলে দিয়েছিলেন পা মাটিতেই রাখছে তারা। প্রতিপকে শক্তিশালী দল হিসেবে নিয়েই মাঠে নিজেদের সেরাটা দেওয়া প্রতিজ্ঞা ছিল তাদের কণ্ঠে।
যেই কথা সেই কাজ। নেপালকে হারিয়ে প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটালো বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ভুটানের মোকাবিলায় নামবে স্বাগতিকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়