শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:০২ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখি : ড. আতিউর রহমান

গাজী খায়রুল আলম : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, এখন আমরা স্বপ্ন দেখছি ২০২১ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হবো। স্বপ্ন দেখছি, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হবো। উন্নত দেশ হওয়া মানে, ১৫-১৬ হাজার ডলার মাথা পিছু আয় থাকবে। সেটি করতে গেলে আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ১০ পার্সেন্টের উপরে নিতে হবে। এখন আমরা ৭ পার্সেন্টে আছি। আমাদের বিনিয়োগ আছে ৩০ পার্সেন্ট। এটাকে ৪৫ পার্সেন্টের উপরে নিয়ে যেতে হবে। আমাদের মাথা পিছু আয় আছে ১৬ শ ডলার, এটাকে ১০ গুণ বৃদ্ধি করতে হবে। এই কাজগুলো আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আমাদের অর্থনীতির সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। আমাদের একটি ভালো দিক হচ্ছে, আমরা প্রবৃদ্ধি বাড়াচ্ছি। তার মাঝে বৈষম্য যেন না বাড়ে, সেই দিকেও নজর দিচ্ছি। বিশ্ব ব্যাংকের যে অর্থনীতিবিদ তিনি বলেছেন, বাংলাদেশ একটি অবাক করা দেশ। এই দেশে প্রবৃদ্ধির হার বাড়ছে কিন্তু বৈষম্য বাড়ছে না। একটি সমতার নীতিমালার মধ্যে আছে। আমরা সেই দিক থেকে দেখছি, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই অর্থনীতি আছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক এমন সব কাজ করেছে, যেগুলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। কৃষকের জন্য, পথশিশুদের জন্য কাজ করেছে।

দেশের অর্থনীতিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, আমাদের অর্থনীতিতে এখনো এক ধরণের নীতি-অনিশ্চিয়তা দেখা যায়। যখন একটি সরকার সরে অন্য একটি সরকার আসে, অর্থনীতির যে মূলনীতিগুলো থাকে, তা থেকে সরে যায়। তাই আমাদের দেশের জনগণের উচিত, দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখা। এই দেশ পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন হয়েছিল, এটা চিন্তা করা। তাহলে দেশ আরও এগিয়ে যাবে।
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়