শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে শ্রমবাজার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন: প্রবাসী কল্যাণমন্ত্রী

তরিকুল ইসলাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, নতুন করে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একই সঙ্গে নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে মন্ত্রণালয়।

রোববার নিজ দপ্তরে আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০১৭ উপলক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দিবসটির এ বারের প্রদিপাদ্য হলো ‘অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে।’

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারসহ জেষ্ঠ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারিত করা আছে। কেউ যদি এর থেকে বেশি টাকা খরচ করে বিদেশে যায় সেটা আমাদের কাছে অভিযোগ করলেই আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, জাপানের শ্রমবাজারে ইতোমধ্যে আমরা প্রায় তিন শতাধিক কর্মী প্রেরন করতে সক্ষম হয়েছি। তবে এ জন্য দক্ষতা প্রয়োজন। জাপানের ভাষা শিখাটা জরুরি হয়ে পড়ায় অভিবাসীদের জাপানের ভাষা কোর্ষ আমরা চালু করেছি। ৪২ জেলা অভিবাসনে পিছিয়ে রয়েছে, এরমধ্যে ২২টি জেলা থেকে প্রাথমিকভাবে ২২ জনকে আমরা বাছাই করে ট্রেনিং-এর ব্যবস্থা করেছি। আমরাতো এর বেশি কিছু পারিনা। যেসব কর্মীরা যেতে ইচ্ছুক তাদের নিজ উদ্যোগে ভাষা শিখতে হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশে ১৬ কোটি জনসংখ্যার ৬০ ভাগ মানুষ কর্মক্ষম অর্থাৎ ১৮-৫৯ বছরের মধ্যে। প্রতিবছরে প্রায় ২২ লাখ মানুষ কর্মসংস্থানে প্রবেশ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিদেশের শ্রমবাজারে আমাদের কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি কর্মী পাঠানো হয়েছে। চলতি বছরে বিভিন্ন দেশে ৯ লাখ ৫৯ হাজার তিন’শ ৫৪জন বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে। আশা করছি এটা ১০ লাখে উন্নিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে। ৫ লাখ ১৩ হাজার ৮ শত ৭৬ জন। এরপর ওমানে ৮৩ হাজার ১৬ জন, কাতারে ৭৭ হাজার একশো ৪৫ জন এবং কুয়েতে ৪৬ হাজার একশো ৭৪ জন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানে এগিয়ে রয়েছে সৌদি আরব, জর্ডান এবং ওমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়