শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে টয়লেট ভোগান্তিতে নারী ট্রাফিক পুলিশরা

সজিব খান: রোদ, বৃষ্টি, ঝড় মাথায় নিয়ে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই শিফটে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে পুরুষ পুলিশের পাশাপাশি কাজ করছেন নারী ট্রাফিক পুলিশরাও। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই টয়লেট সমস্যায় পড়তে হচ্ছে নারী ট্রাফিক পুলিশদের। তাই দ্রুত এ সমস্যা সমাধানের দাবি করছেন তারা।

নারী ট্রাফিক পুলিশরা বলছেন, টানা আট ঘণ্টা রাস্তায় ডিউটি করতে গিয়ে কম করে তিন বার টয়লেটে যেতে হয়। কিন্তু আমাদের জন্য টয়লেটের কোনও সুব্যবস্থা নেই। সরকারি অফিস, মার্কেট বা কারও বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহার করতে হয়। আর বিকেল চারটার পর সরকারি অফিস, রাত আটটার পর মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়াতে রাতে যারা ডিউটি করেন তাদের টয়লেট ব্যবহারের কোনো সুযোগই থাকে না। তিনি জানান, কেউ কেউ লজ্জার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার করেন না। ডিউটি শেষ করে বাসায় গিয়ে টয়লেট ব্যবহার করেন।

রাজধানীর কাকরাইলে কর্তব্যরত কাজল রেখা নামে এক নারী সার্জেন্ট জানান, রাস্তায় দায়িত্ব পালনের সময় পাশের জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের টয়লেট ব্যবহার করতে হয় তাদের। সন্ধ্যার পরে এই সরকারি অফিসটি বন্ধ থাকে। তখন টয়লেটের সমস্যায় পড়েন তারা। জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান হওয়া দরকার বলেন তিনি।

রাজধানীর কলেজ গেট মোড়ে কর্তব্যরত নারী সার্জেন্ট ইসমত তারা বলেন, প্রয়োজনে পাশের মার্কেটের টয়লেট ব্যবহার করি। কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়। টয়লেট সমস্যার বিষয়টি আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে। স্যাররা বলেছেন, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া দরকার। ট্রাফিক পুলিশের জন্য নির্ধারিত টয়লেট থাকা খুবই দরকার।’

নারী ট্রাফিক পুলিশরা আরও বলেছেন, মাসের নির্ধারিত কয়েকটি দিন ঋতু চলাকালে মার্কেট কিংবা অন্যকোনও অফিসের টয়লেট ব্যবহার করতে গিয়ে খুবই লজ্জায় পড়তে হয়। এসব কারণে নারী পুলিশদের জন্য অব্যশই নির্ধারিত টয়লেট থাকা প্রয়োজন। পুলিশ বুথ বা ডিউটি স্থানের আশপাশে টয়লেট ব্যবস্থা থাকলে নারী ট্রাফিক পুলিশরা রাজধানীর যে কোনও জায়গায় কাজ করতে পারতেন বলে জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘একজন সুস্থ মানুষ আট ঘণ্টায় সাধারণত দুই থেকে তিন বার বাথরুম ব্যবহার করেন। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আরও বেশি বাথরুম ব্যবহারের প্রয়োজন হতে পারে।’

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, এ সমস্যাটি আমরাও উপলব্ধি করছি। টয়লেট সমস্যা দূর করার কাজ চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়