শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেম অবশ্যই তিন ধর্মের কেন্দ্রবিন্দু থাকবে : রুশ অর্থডক্স চার্চ

রাশিদ রিয়াজ : রুশ অর্থডক্স চার্চ বলছে, জেরুজালেম অবশ্যই খ্রিস্টান, ইসলাম ও ইহুদি ধর্মের কেন্দ্রভূমি হিসেবে থাকবে। মস্কো প্যাটরিয়াকেটস ডিপার্টমেন্ট ফর এক্সটারনাল চার্চ রিলেশন ও ভলোকোলামস্ক মেট্রোপলিটন হিলারিয়নের পক্ষ থেকে বলা হয়েছে ওই তিন ধর্মের মানুষের শান্তিতে বাস করা এবং তা বজায় রাখার জন্যে জেরুজালেম কোনো একক ধর্মের মানুষের হতে পারে না। আমাদের ভুলে গেলে চলবে না জেরুজালেম শুধু ইহুদি ধর্মের কাছে পবিত্র নগরী নয়, এটি খ্রিস্টান ও ইসলাম ধর্মের কাছেও পবিত্র এবং এজন্যেই বর্তমানে এ তিন ধর্মের অনুসারীরা জেরুজালেমে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বাস করছে যা টিকিয়ে রাখা দরকার। কারণ জেরুজালেম এ তিন ধর্মেরই প্রতিনিধিত্ব করে।

রুশ অর্থডক্স চার্চের পক্ষ থেকে আরো বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যে ঘোষণা দিয়েছেন তা জেরুজালেমে পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলবে। ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে খোদ ইসরায়েল থেকে শুরু করে মুসলিম বিশ্ব সহ সারাবিশ্বে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে ইসরায়েলের পার্লামেন্ট পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত করলেও আন্তর্জাতিক বিশ্ব তা মেনে নেয়নি। স্পুটনিক ইন্টারন্যাশনাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়