শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরীপুরে আ.লীগের মিছিলে পেট্রলবোমা, দগ্ধ ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের মিছিলে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন। ওই ঘটনার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শাহগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। শাহগঞ্জ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. শাহ জালাল জানান, শাহগঞ্জ বাজারে পাঁচটি পেট্রলবোমা বিস্ফোরণ হয়েছে। একটি অটোরিকশা পুড়ে গেছে। ওসি দেলোয়ার আহম্মদ রাত ১০টায় যুগান্তরকে জানান, স্বেচ্ছাসেবক লীগের একটি অংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের ওপর বিকালে হামলার চেষ্টা করে বলে চেয়ারম্যান জানিয়েছেন। এর জের ধরে এ বোমা হামলা হয়েছে কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন মতিউর রহমান ও রফিকুল নামে দুই ব্যক্তি। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ এ কথা জানান।

অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. শহীদুল ইসলাম ওই পেট্রলবোমা হামলার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শুভ্রকে দায়ী করেছেন।

শহীদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে তিনি পরিষদের ভেতরে মেম্বারদের নিয়ে তিনি সভা করছিলেন। এ সময় শুভ্র তাঁর লোকজন নিয়ে অফিসে গিয়ে চড়াও হন। পরে অফিসের ফটক বন্ধ করে দেন তাঁর লোকজন। পরে এর প্রতিবাদে শাহগঞ্জ বাজারে একটি মিছিল বের করেন তিনি (শহীদুল) ও তাঁর সমর্থকরা। এ সময় প্রতিবাদ মিছিলে পেট্রলবোমা হামলা চালায় শুভ্রর লোকজন। এ ছাড়া ইউপি সচিবের কক্ষে প্রবেশ করে ভাঙচুর, ল্যাপটপ ও কম্পিউটার লুট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম অন্তর পেট্রলবোমা হামলার খবর জানিয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে ৩০ নভেম্বর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন কেন্দ্র করে ইউএনওর বাসভবনসহ পাঁচ স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহামেদ বলেন, ‘চেয়ারম্যান শহীদুল পেট্রলবোমা হামলার জন্য শুভ্রকে দায়ী করেছেন। তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়