শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৯ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে শিবির’র সভাপতিসহ ৫ জন গ্রেফতার

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৫ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ। তারা ওই এলাকায় বিজয় দিবসে মিছিলের নামে নাশকতার চেষ্টা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান বাজার এলাকায় মিছিলের নামে নাশকতার চেষ্টা করেন ছাত্র শিবির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শনিবার দুপুরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় লালমনিরহাট  সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি ও হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকার সামছুল আলমের পুত্র জাহাঙ্গীর আলম, পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার বউরা আঞ্চলিক শাখার ছাত্র শিবির সভাপতি ও ওই উপজেলার হোসনাবাদ এলাকার গোলাম রব্বানীর পুত্র গোলজাল হোসেন, শিবির কর্মী ও বাউরা হোসনাবাদ এলাকার আব্দুল কাদের পুত্র উচ্ছাস হোসেন, ওই উপজেলার নবীনগর এলাকার সেকেন্দার আলীর পুত্র মিশন ইসলাম ও হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবী এলাকার ছানাউল্লাহ পুত্র আবু সাঈদকে গ্রেফতার করেন পুলিশ। তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা নাশকতার করার চেষ্টা করেন। পুলিশ এমন সংবাদের ভিত্তিতে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়