শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:১২ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্যগ্রহণের ওপর নির্ভরশীল মনমেজাজ

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন খাদ্য ও খাদ্যতালিকার প্রভাবও হয় বিভিন্ন ধরনের। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যে বয়সের ভিত্তিতেও বিভিন্ন খাদ্য ও খাদ্যতালিকার প্রভাবের ভিন্নতা দেখা যায়। মোদ্দা কথা, প্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্য তথা মনমেজাজ খাদ্যগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিংহ্যামটন ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের পরিচালিত এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর সায়েন্স ডেইলি।

ইন্টারনেটকেন্দ্রিক এক জরিপের ভিত্তিতে বিংহ্যামটন ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড ওয়েলনেস স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিনা বেগদাচি ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাসিম সাবুনচির তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়। জরিপের জন্য বিশ্বের বিভিন্ন স্থানের ব্যক্তিদের জন্য ফুড মুড কোয়েশ্চেনেয়ার (এফএমকিউ) শীর্ষক সাধারণ একটি প্রশ্নমালা তৈরি করেন তারা। প্রশ্নমালার মধ্যে নিউরোকেমিস্ট্রি (স্নায়ুরসায়ন) ও নিউরোবায়োলজির (স্নায়ুজীববিদ্যা) সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্নও রাখা হয়। লিনা বেগদাচি ও নাসিম সাবুনচি দেখতে পান, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মনমেজাজ মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার প্রিকার্সর হিসেবে পরিচিত উপাদানগুলোর (যেমন মাংস) উপস্থিতি ও ঘনত্বের ওপর অনেকাংশেই নির্ভরশীল। অন্যদিকে ৩০ বা এর বেশি বয়সীদের মনমেজাজ নির্ভর করে অ্যান্টিঅক্সিডেন্টের (ফলফলাদি) উপস্থিতি ও সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যেনতেনভাবে কার্যকর করে খাদ্য ও খাদ্যাভ্যাস (অতিমাত্রায় কফি পান ও সকালের নাশতা গ্রহণ না করা) পরিহারের ওপর।

সূত্র : বণিক বার্তা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়