শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:১৩ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত

 

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করছেন জেলাবাসী। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৬টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।

সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত প্রদর্শন করেন। পরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মোট ৫০০ জনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে লক্ষ্মীপুরের সকলস্তরের মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়