শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাপবাগে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

নুরুল আমিন হাসান :রাজধানীর গোলাপবাগে প্রাইভেটকারের চাপায় কাওসার আহমেদ (৫) এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু বাবা-মায়ের সঙ্গে গোলাপবাগ এলাকায় থাকতো। তার লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

গোলাপবাগের প্রধান সড়ক পারাপারের সময় শনিবার বিকেলে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার চাপা দিলে গুরুতর আহত হয় কাওসার। পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

নিহত ওই শিশু কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দী গ্রামের আলাউদ্দিন আহমেদের ছেলে। তার বাবা পেশায় একজন রিকশাচালক। ঢাকাতে তিনি রিকশা চালান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.বাচ্চু মিয়া জানান। গোলাপবাগে প্রাইভেটকার চাপায় আহত শিশু চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা গেছে। তার লাশ ময়নাতন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

অপরদিকে কাওসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকারী পথচারী সজিব জানান, শনিবার বিকালে গোলাপবাগের মেইন রোডে পারাপারের সময় একটি রিকশা ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপর পড়ে যায়। এমতাবস্থায় একটি দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সে গুরুতর আহত হয়। এমতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়