শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার ডিজিটাল মুদ্রা বিনিময় কেন্দ্র হ্যাক করেছিল উত্তর কোরিয়া

বাঁধন : দক্ষিণ কোরিয়ার একটি ডিজিটাল মুদ্রা বিনিময় কেন্দ্র হ্যাক হওয়ার পিছে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত রয়েছে। নাম না প্রকাশ করার শর্তে সূত্রের বরাত দিয়ে খবরটি জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, অন্তত ৭০ লক্ষ মার্কিন ডলার সমমূল্যের ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়েছে। বর্তমানে এই পরিমাণ ডিজিটাল মুদ্রার দাম বেড়ে প্রায় সাড়ে ৮ কোটি ডলার হয়ে যেত।

এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার পাশাপাশি তারা অন্তত ৩০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে।
এই হ্যাকাররা ফেব্রুয়ারিতে একটি বিটহাম্বের কর্মীর ব্যক্তিগত কম্পিউটার হ্যাক করে, এবং তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেয়। তারা তার কাছ থেকে এসকল তথ্য মুছে ফেলার জন্যে প্রায় ৫৫ লক্ষ ডলার দাবি করে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার এই ডিজিটাল মুদ্রা বিনিময় কেন্দ্র মূলত বিটকয়েন, এথেরেউম এবং বিটহাম্ব মুদ্রার আদান প্রদান করে। সাম্প্রতিক তথ্য মতে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি লেনদেন হয় বিটহাম্ব, এবং বিশ্বে এটি পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বাণিজ্য করার জন্যেই তারা ডিজিটাল মুদ্রাকে তাদের অন্যতম মুদ্রা হিসেবে ব্যবহার করছে। এতে করে তাদের গোপনীয়তা রক্ষা হচ্ছে এবং তারা অতি সহজে সকল নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়