শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩২ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনায় হ্যারি ও মেগানের বিয়ের তারিখ

মরিয়ম চম্পা : গোটা পৃথিবীকে কাগজ করে তার বুকে যেন লেখা হলো আলোচিত উইলিয়াম হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের তারিখ। আগামী বছর ১৯ মে মেগান হ্যারির বিয়ের পুরো সময়টা বিশ্ববাসী একযোগে টেলিভিশনে দেখতে পারবে। যদিও একই দিনে ব্রিটেনের শত বছরের পুরোনো ও ঐতিহ্যবাহি এফএ কাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিনে ব্রিটেনের দুটি আলোচিত ঘটনায় কোনটাতে দর্শক বেশি মনোযোগী হবে সেটাই এখন দেখার বিষয়।

শনিবার ডেইলি মেইলের বরাত দিয়ে বলা হয়, আগামী ১৯ মে উইন্ডসর ক্যাস্টলস’র বিখ্যাত সেন্ট জর্জ চার্চে তাদের বিয়ে সম্পন্ন হবে। এই রাজকীয় জুটি রাজপরিবারের রীতি ভেঙে শনিবারকেই বেছে নিলেন বিয়ের জন্য। দিনটিতে তারা ব্রিটেনের রাস্তায় নব দম্পতির বেশে হেঁটে বেড়াবেন, যা বিশ্ববাসী একযোগে দেখতে পাবেন। রীতি ভাঙা বিয়েটিতে ব্রিটিশ নাগরিক হওয়ার আগেই মেগান হবেন রাজপরিবারের সদস্য। যদিও মেগানের নাগরিকত্বের প্রসঙ্গটি মাসাধিককালের মধ্যেই সুরাহা হবে বলে ধারণা করা হচ্ছে।

রাজপরিবারের একজন সহযোগী ডেইলি মেইলকে বলেন, ইতোমধ্যে এই জুটি বিশ্বজুড়ে জনগনের কাছ থেকে যে শুভেচ্ছা বার্তা পেয়েছে তা অতিশয় কৃতজ্ঞতার দাবি রাখে।

এদিকে, এফএ কাপের প্রেসিডেন্ট স্বয়ং প্রিন্স উইলিয়ামের ভাইয়ের বিয়ের তারিখ ঘোষণার পরপরই ফুটবল প্রেমিরা যেন হঠাৎ কিংকর্তব্যবিমুঢ় হয়ে পরেছেন। স্বভাবতই এই দিনটিতে উইলিয়ামের নিজ হাতে বিজয়ীদের ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও তিনি আদৌ উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়ে সন্দিহান অনেকেই। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়