শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালী কিশোরকে পাক পরিবারের মারধোরের ঘটনা ব্রিটিশ আদালতে

মরিয়ম চম্পা : যুক্তরাজ্যে অবস্থানরত পাকিস্তানি এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে পরিবারের সদস্যরা মিলে পিটিয়েছে বাঙালি এক কিশোরকে। ব্রিটিশ দৈনিক দ্য সান ও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে মার্চে সংঘটিত ওই ঘটনায় দায়ের করা মামলাটি প্রেসটন ক্রাউন কোর্টে উঠেছে।

ক্রাউন আদালতে বাঙালি ওই স্কুলছাত্র তাকে নির্দয়ভাবে পেটানোর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জাতিগত বিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন বলে তার আইনজীবীরা আদালতে তুলে ধরেছেন।

তবে ব্রিটিশ গণমাধ্যম বাঙালি ওই কিশোরের নাম-পরিচয় প্রকাশ করেনি। বø্যাকবার্নের বাসিন্দা ওই ছাত্র বলেছেন, ওই হামলার পর থেকে এখন বাড়ি থেকে বের হতেও ভয় পান তিনি। পাকিস্তানি কিশোরীটির বাবা ট্যাক্সিচালক মির্জা বেগ সহ চার জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দ্য সান জানিয়েছে, আগামী সপ্তাহে বিচারক তাদের দÐ ঘোষণা করবেন।

আদালতকে জানানো হয়, গত ৭ মার্চ বাঙালি ওই স্কুলছাত্রের সঙ্গে ভাতিজিকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন গজনফর। ভাতিজিকে বাসায় রেখে ফিরে এসে বাঙালি কিশোরটিকে গাড়িতে তুলে নেন তিনি। গাড়ির দরজা বন্ধ করে গজনফর ফোন করে পরিবারের অন্য সদস্যদের ডেকে আনেন এবং এক পর্যায়ে সবাই মিলে চড়াও হন তার উপর। দ্য সান, ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়