শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৭ সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের ছায়ায় পাবেন

ওমর শাহ : এই সুন্দর পৃথিবী একদিন মহান আল্লাহ তায়ালা ধ্বংস করে দেবেন। সেই কিয়ামতের দিনটিতে আল্লাহ তায়ালা তার বান্দাদের বিচারক হয়ে বিচার করবেন। যারা পাপি হবেন তাদের জাহান্নামে এবং ঈমানদার বান্দাদের জান্নাত দেবেন। কিন্তু এমন কিছু ব্যক্তি সেখানে থাকবেন যাদের বিচারই করা হবে না, তারা এমনিতেই আল্লাহর আরশের ছায়ায় থাকবেন।

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) ইরশাদ করেন,‘ যেদিন তাঁর ছায়া বৈ অন্য কোনো ছায়া থাকবে না । এরা হলেন,
১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. এমন যুবক যে আল্লাহ তা‘আলার ইবাদতেরমধ্য দিয়েই বেড়ে উঠেছে।
৩. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণকরে আর তার দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।
৪. এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত।
৫. এমন দুই ব্যক্তি, যারা একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে। এ উদ্দেশ্যেই একত্রিত এবং বিচ্ছিন্ন হয়।
৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশীয় রূপসী নারী ব্যভিচারের প্রতি আহ্বান করে; কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. যে ব্যক্তি এমন গোপনভাবে দান করে যে, তার ডান হাত যা দান করে বাম হাতও তা টের পায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়