শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ক্রিকেটে মার্শ পরিবারের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক: মাত্র তিন বছর আগে টেস্ট ক্রিকেট অভিষেক হয় মিচেল মার্শের। শুরুতে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। চলমান অ্যাশেজের পার্থ টেস্টে অবশেষে দ্যুতি ছড়ালেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে মহাকাব্যিক এক জুটি গড়ার পথে করেন সেঞ্চুরি। রোববার টেস্টের চতুর্থ দিন ডাবল সেঞ্চুরির লক্ষ্যে মাঠে নামবেন তিনি।

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে প্রথম ইনিংসে ৪০২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে স্মিথ ও মার্শের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ইতোমধ্যেই ৫৪৯ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।
মিচেলের অসাধারণ সেঞ্চুরির দিনে কীর্তি গড়েছে মার্শ পরিবার। দ্বিতীয় পরিবার হিসেবে 'মার্শ ফ্যামিলি' টেস্টে ১০টি সেঞ্চুরির রেকর্ড গড়ে।

প্রথম পরিবার হিসেবে 'অমরনাথ ফ্যামিলি' টেস্টে ১০ সেঞ্চুরির কীর্তি গড়েন। টেস্টে অমরনাথ পরিবারের সেঞ্চুরিসংখ্যা ১৩টি। লালা অমরনাথ এবং সুরিন্দর অমরনাথ ভারতের জার্সিতে একটি করে সেঞ্চুরি করেন। অন্যদিকে মহিন্দর অমরনাথ করেন ১১টি সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার জার্সিতে জিওফ মার্শ চারটি টেস্ট সেঞ্চুরি করেছেন। অন্যদিকে শন মার্শ পাঁচটি এবং মিচেল মার্শ করেন একটি সেঞ্চুরি।

তবে মার্শ পরিবারের সামনে দারুণ সুযোগ রয়েছে অমরনাথ পরিবারকে ছাড়িয়ে যাওয়ার। দুই ভাই মিচেল ও শন এখনো জাতীয় দলের হয়ে খেলছেন। পার্থ টেস্টে শন মার্শ আউট হন ২৮ রান করে। মিচেল ও শন মিলে অস্ট্রেলিয়ার জার্সিতে চারটি টেস্ট সেঞ্চুরি করতে পারলেই অমরনাথ পরিবারকে ছাড়িয়ে যাবে মার্শ পরিবার। ইএসপিএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়