শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে অটোরিক্সা খাদে পড়ে মুক্তিযোদ্ধাসহ আহত ৯

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুরের বেইলিব্রীজ এলাকায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৮ মুক্তিযোদ্ধা ও চালকসহ ৯ জন আহত হয়।

আহত মুক্তিযোদ্ধারা হলেন, দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আব্দুল জব্বার (৬৮), আলহাজ¦ রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার(৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোচালক আব্দুর রশীদ (২৭)।

এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে উলিপুরের পাচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটো অটোরিক্সা  উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহিনুর রহমান জানান, গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং ৫জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু আল সাইদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়