শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:২০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় সাংবাদিকতায় ‘অনারিজ কওসা’ পেলেন মোহাম্মদ আলী বোখারী

রাশিদ রিয়াজ : সাংবাদিকতায় সবিশেষ ভূমিকা রাখার জন্য দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইমের কানাডা প্রতিনিধি মোহাম্মদ আলী বোখারী পেলেন ‘অনারিজ কওসা’ সন্মাননা। অন্টারিও প্রদেশের নাগরিকত্ব ও অভিবাসন মন্ত্রী লরা অ্যালবানিজ তার হাতে এ সন্মাননা তুলে দেন। এ উপলক্ষে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সিপ্রিয়ট কমিউনিটি সেন্টারে ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের বার্ষিক পুনর্মিলনী ও নৈশভোজের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি থমাস সারাস, তিন শতাধিক সদস্য এবং কানাডায় বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিতি ছিলেন।

কানাডার অন্টারিও প্রদেশের নাগরিকত্ব ও অভিবাসন মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এ বছর দেশটির সার্ধশততম বার্ষিকী উপলক্ষে ওই বিশেষ সন্মাননা ‘অনারিজ কওসা’ প্রবর্তন করা হয়। তাতে বলা হয়েছে যে, মোহাম্মদ আলী বোখারী কানাডার সমাজ জীবনে সমতা ত্বরান্নয়নসহ মানবিক মূল্যবোধের প্রতি সন্মান প্রদর্শন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন জাতিগোষ্ঠির মাঝে সহযোগিতা ও সমঝোতা ব্যাপৃত করার পাশাপাশি ললিত কলা, বিজ্ঞান, শিল্প, জনসেবা ও গণমাধ্যমে সবিশেষ ভূমিকা রেখেছেন।

মোহাম্মদ আলী বোখারী ১৯৯৭ সালে কানাডা সরকারের দক্ষ পেশাভিত্তিক অভিবাসন প্রক্রিয়ায় বার্তা সম্পাদক হিসেবে দেশটিতে অভিবাসী হন। তার আগে তিনি ডেইলি নিউজ, দৈনিক দেশসহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন, যার সূচনা ১৯৮০ সালে। তিনিই প্রথম বাংলাদেশি যিনি ২০১৫ সালে বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টির বৃহত্তর টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি এলাকা থেকে ফেডারেল এমপি পদপ্রার্থীতায় প্রতিযোগী হিসেবে বাছাই হন। এছাড়াও ২০০৬ সালে অন্টারিও প্রদেশ ও টরন্টো সিটি কর্তৃপক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে সক্ষম হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়