শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারকেল দুধের উপকারিতা

জান্নাতুল ফেরদৌসী: এই শীতে ত্বকের শুষ্কতা থেকে রক্ষা পেতে নারকেল দুধের জুড়ি নেই। নারকেল দুধে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের রিংকেলস দূর করতে সক্ষম। এ ছাড়াও নিয়মিত ব্যবহারের ফলে ত্বক হয়ে উঠবে মসৃণ, সজীব, উজ্জ্বল ও লাবণ্যময়ী। বলিরেখা দূর করে চেহারায় তারুণ্য ধরে রাখবে এই নারকেল দুধ।

আমাদের প্রত্যেকের উচিত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের প্রতি নজর রাখা। কারণ শীতে ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। ত্বকের যত্নে নারকেল দুধ খুব উপকারী।  যে সকল উপকার রয়েছে নারেকেল দুধ ও তেলে:

ময়েশ্চারাইজার : নারকেল দুধ কটন বল দিয়ে ভিজিয়ে নিয়ে সকালে ও রাতে লাগালে শুষ্কতা কমে যাবে। উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। গোসলের সময় বাথটবে এক কাপ গোলাপের পাপড়ি + হাফ কাপ গোলাপজল + এক কাপ নারকেল দুধ হালকা গরম পানিতে মিশিয়ে ১৫ মিনিট টাবে থাকুন। এটি শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য খুবই উপকারি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

ক্লিনজার: নারকেল দুধ+দই+মধু ভালো করে মিশিয়ে নিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায় এবং স্কিনে এন্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করবে।

স্ক্রাবার : নারকেল কোরানো সি সল্ট, চালের গুঁড়া ও মধু ভালো করে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

* নারকেল কোরানোর পর দুধ বের করে মসুরের ডালের গুঁড়া ও মধু ভালো করে মিশিয়ে গোসলের সময় পুরো বডিতে স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে সারা শরীরে ময়েশ্চারাইজার বজায় থাকবে।

রিংকেলস কম পড়বে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

মেকাপ রিমুভার : আমরা বাইরে বের হলেই কম-বেশি মেকাপ করে থাকি। আর এ মেকাপ রিমুভার হিসেবে নারকেল দুধের বিকল্প নেই।

* নারকেল দুধ+অলিভঅয়েল ভালো করে মিশিয়ে নিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে ত্বকের লাবণ্যতা বজায় থাকবে।

জেনে রাখা ভালো বাদাম বাটারের কাজ করে। এই মাস্কটি শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী।

ফেস মাস্ক : ফেস মাস্ক হিসেবে নারকেল দুধ খুবই উপকারী।

* চন্দনের গুঁড়া+বাদাম পেস্ট+নারকেল দুধ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগালে উপকার পাওয়া যাবে।

ব্রাইটিং ফেসিয়াল মাস্ক : নারকেল দুধ, চন্দনের গুঁড়া, বাদাম বাটা, জাফরান ভালো করে পেস্ট তৈরি করে মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। জেনে রাখা ভালো বাদাম বাটারের কাজ করে। এই মাস্কটি যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এ শীতে খুবই কার্যকরী।

এন্টি এজিং ফেসিয়াল

মাস্ক : সারা রাত বাদাম ভিজিয়ে রেখে সকালে পেস্ট তৈরি করে এর সঙ্গে নারকেল দুধ ও মধু মিশিয়ে ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে রিংকেলস কমে যাবে ব্ল্যাক হেডস দূর করবে।

ব্ল্যাক হেডস দূর করতে : ব্ল্যাক হেডস দূর করতে নারকেল দুধ খুব উপকারী। নারকেল দুধ ও চিনি অথবা সি সল্ট মিশিয়ে ব্ল্যাক হেডসের স্থানে নিয়মিত ব্যবহারের ফলে কমে যাবে। আর এভাবেই ঘরোয়াভাবে নারকেল দুধ দিয়ে ত্বকের যত্ন নিয়ে শীতের আনন্দকে উপভোগ করুন নিশ্চিতভাবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়