শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৩ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিঙ্গা-লাকমাল ছাড়াই টি-টুয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক: আগামী ২০ ডিসেম্বর কটকের বারাবাতি স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে । ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। আর বাদ পড়েছেন আরেক পেসার সুরঙ্গা লাকমাল।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিপিএলের ফাইনালের আগে মালিঙ্গার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি কিছুটা দৃষ্টিকটুই দেখিয়েছে। তার দল রংপুরও এই হঠাৎ প্রস্থানের কারণ জানায়নি। ভারতের বিপক্ষে সিরিজে তাকে কেন বিশ্রাম দেয়া হলো এবিষয়েও শ্রীলঙ্কার নির্বাচকেরা কিছু জানাননি। মালিঙ্গা দেশের জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছেন ভারতেরই শ্রীলঙ্কা সফরে। খারাপ ফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। আর পাকিস্তানে যেতে রাজী না হওয়ায় টি-টুয়েন্টি সিরিজেও ছিলেন না। ২০১৫ সালে অ্যাঙ্কেল সার্জারির পর থেকে নিজেকে অনেকটাই হারিয়ে খুঁজছেন মালিঙ্গা।

চলতি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ও প্রথম ওয়ানডেতে আগুন ঝড়ানো পেসার লাকমালকেও টি-টুয়েন্টি দলে রাখেনি শ্রীলঙ্কা। এতে করে কিছুটা অভিজ্ঞতাশূন্যতায় পড়তে যাচ্ছে দলটির পেস আক্রমন। তাদের অনুপস্থিতিতে সবচেয়ে অভিজ্ঞ পেসার অধিনায়ক থিসারা পেরেরা ও অল রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

স্কোয়াড-

শ্রীলঙ্কা : থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েলা, আসিলা গুনারতেœ, সাদিরা সামারাবিক্রম, দাসুন শানাকা, চতুরঙ্গ ডি সিলভা, শচিথ পাথিরানা, আকিলা ধনঞ্জয়, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদিপ ও বিশ্ব ফার্নান্দো। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়