শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি ভাষণেই সব প্রশ্ন আর সংশয়ের জবাব দিয়েছিলেন বঙ্গবন্ধু: রেহমান সোবহান

জান্নাতুল ফেরদৌসী: অর্থনীতিবিদ ড. রেহমান সোবহানের বলেছেন, ৭ মার্চের আগেই স্বাধীনতার বার্তা বাঙালির কাছে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধু। রেসকোর্সের ৭ মার্চ ভাষণ ছিল মূলত একটি স্বাধীন দেশের একজন রাষ্ট্র নায়কের। ভাষণের  মধ্য দিয়ে বঙ্গবন্ধু সব প্রশ্ন আর সংশয়ের জবাব দিয়েছিলেন। সূত্র- একাত্তর টিভি

বাঙালিকে ধীরে ধীরে স্বাধীনতার জন্য প্রস্তুত করে ছিলেন বঙ্গবন্ধু। আর সেই প্রস্তুতির চূড়ান্ত ধাপ ছিল ১৯৭১ সালের ৭ই মার্চ। মাত্র ১৭ মিনিটের একটি ভাষণে ৭ কোটি বাঙালির সামনে স্বাধীনতার রূপকল্প তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু। ভাষণে বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি অতীত সংগ্রামের ইতিহাসের সাথে যুক্ত করেন ভবিষ্যতের নির্দেশনাও দিয়েছিলেন। ৭ মার্চ ভাষণে স্পষ্ট করেছিল বাঙালিকে আর দাবিয়ে রাখা যাবে না।

১৯৭০ সালের নির্বাচন থেকে শুরু করে ৭১ এর উত্তাল মার্চের দিনগুলোতে বঙ্গবন্ধুর সহচর এবং স্নেহভাজন অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান সব সময় পাশে ছিলেন তার।

অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন একটি স্বাধীন দেশের রাষ্ট্র নায়ক হিসেবে। সেই ভাষণের প্রেক্ষিতেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণ সব প্রশ্ন আর সংশয়কে ছাপিয়ে আরো মহান কিছু হয়ে উঠেছিল। ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিলেন। বৈষম্যহীন একটি সমাজই পারে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়