শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ হাজার কোটি টাকার মানহানির মামলা কংগ্রেস নেতার বিরুদ্ধে

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভির বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছে রিল্যায়েন্সের অনিল আম্বানি গ্রুপ । মামলায় অভিষেক সিংভির বিরুদ্ধে ‘‌মিথ্যা, অসম্মানজক এবং কুরুচিকর বিবৃতি’‌ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গুজরাট হাইকোর্টে এই মানহানির মামলা দায়ের করা হয়েছে।

রিল্যায়েন্স সংস্থা সূত্রে জানা গেছে, কংগ্রেস মুখপাত্র রিল্যায়েন্স গ্রুপের নামে মিথ্যা, অসম্মানজক এবং কুরুচিকর বিবৃতি দিয়েছেন। সে কারণেই কংগ্রেস নেতার বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।

চলতি বছরের ৩০ নভেম্বর কংগ্রেস মুখপাত্র অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আক্রমণ করে জানান, বড় বড় সংস্থাদের ঋণ কেন্দ্র সরকার মাফ করবে না এই কথা বলে সাধারণ মানুষদের বোকা বানানো হচ্ছে। কেন্দ্র সরকারের ওপর অভিযোগ এনে অভিষেক সিংভি বলেন, ‘‌সরকার ইচ্ছাকৃতভাবে ১.‌৮৮ লক্ষ কোটি টাকা ঋণ ফেরত নিচ্ছে না বড় বড় সংস্থাগুলোর কাছ থেকে। আমরা সকলেই জানি এ দেশের ৫০ জন কোটিপতির ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ৮.‌৩৫ লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। যার মধ্যে গুজরাটের তিনটি সংস্থা রিল্যায়েন্স, আদানি এবং ইসারের ৩ লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে।’ কংগ্রেস মুখপাত্র এও জানান, কেন্দ্র সরকার এই সংস্থাগুলোকে বাঁচানোর চেষ্টা করছে।

কংগ্রেস মুখপাত্রের এই বিবৃতি যদিও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয় রিল্যায়েন্স সংস্থার পক্ষ থেকে। জানানো হয়, অনিল আম্বানির গ্রুপকে বদনাম করার জন্যই এ ধরনের মিথ্যা কথা বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। রিল্যায়েন্স গ্রুপের পক্ষ থেকে তাই কংগ্রেস মুখপাত্রের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়