শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৩২ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডেস্ক রিপোর্ট  : একুশ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩ কেন্দ্রের মধ্যে ১২৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে ৬৬ ভাগ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রের বেশিরভাগ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন এলাকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটির দায়িত্বে থাকবেন ২৪ জন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। এছাড়া নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সিটি নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার অস্ত্রধারী, সন্ত্রাসী ও বখাটের তালিকা তৈরি করা হয়েছে।

তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ ওয়ার্ডের গোয়েন্দা সংস্থার রিপোর্টে ১৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে আর্মড পুলিশ, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার মোতায়েন করা হবে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব কেন্দ্র আলাদা নজরদারিতে রাখা হবে। যেহেতু রংপুর সিটি করপোরেশন নির্বাচন অন্যান্য সিটির মধ্যে প্রথম নির্বাচন, তাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।

নির্বাচনী এলাকার গুরুত্ব অনুসারে বিভিন্ন জোনে ভাগ করে নেয়া হয়েছে। নির্বাচনে নিজস্ব পুলিশ ছাড়াও বাইরের জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে। সদর দপ্তর থেকে যে কেন্দ্রগুলো দূরে এবং যাতায়াত ব্যবস্থা ভালো নয়, যে কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি, কেন্দ্রের আশপাশে প্রার্থীর বাড়ি, আগের নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একই কেন্দ্রে দুই এলাকার ভোটার রয়েছে- এমন কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ভোটের তিনদিন আগে থেকে বাসস্ট্যান্ড, আবাসিক হোটেল, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনিরুজ্জামান মাসুদ নামে এক কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই কাউন্সিলর প্রার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুর সিটি করপোরেশন এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশন এলাকায় ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লাটিম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনিরুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি নির্বাচনী প্রচারণা শেষে কর্মী সমর্থকরা চলে যায়। এরপর তালতলা গ্রামে মাসুদ বাড়ির ভেতরে প্রবেশের সময় ৮-১০ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে মারপিট করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা মাসুদের মাথায় ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে চলে যায়। লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মাসুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ১৯ নম্বর ওয়ার্ডে নিউরো সার্জারি বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়