শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:০২ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে জয় পেল মারাঠা অ্যারাবিয়ানস

ডেস্ক রিপোর্ট : ১০ ওভোরের ক্রিকেট। এখানে কত রান নিরাপদ? কথায় আছে ম্যাচের দৈর্ঘ্য যতো ছোট, অনিশ্চয়তা ততো বেশি। রোমাঞ্চ তো বটেই। টি-টেন ক্রিকেটে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচটি হলো তেমনই রোমাঞ্চে ঠাসা। আগে ব্যাট করে মারাঠা অ্যারাবিয়ানসকে ১২৬ রানের লক্ষ্য দিল টিম শ্রীলঙ্কা। ম্যাচটা শেষ পর্যন্তও ঝুকে ছিল তাদের দিকেই। অথচ শেষ ওভারে ২১ রান তুলে সব হিসেব এলোমেলো করে দিল মারাঠা অ্যারাবিয়ানস। ম্যাচটা জিতে নিলো তারা ৫ উইকেটে। যে জয়ের নায়ক মারাঠার দক্ষিণ আফ্রিকান তারকা রাইলি রুশো।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন মারাঠা অধিনায়ক বিরেন্দর শেবাগ। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে স্কোর বোর্ডে ৪ উইকেটে ১২৫ রান জমা করে টিম শ্রীলঙ্কা। অধিনায়ক দিনেশ চান্ডিমাল করেন সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান। ২৪ বলের ইনিংসে ১টি ছক্কা ও ৪টি চার হাঁকান তিনি। সিহান জয়সুরিয়া ২৮ ও রামিথ রামবুকওয়েলা ২২ রান করেন। এছাড়া ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে আসে ১৯ রান। মারাঠা অ্যারাবিয়ানসের পক্ষে ভিলজোয়েন ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেটেন নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানেই বিদায় নেন কামরান আকমল (৪)। দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও রাইল রুশোর ব্যাটে এগুতে থাকে মারাঠা অ্যারাবিয়ানসের ইনিংস। হেসল ১৫ বলে ১ ছক্কা ও ৫ চারে ৩২ করে ফিরেন। রুশো অবিচল ছিলেন। শেষ দুই বলে দুই ছক্কায় তিনিই জয়ের সমীকরণ মিলিয়েছেন। রুশো ১৮ বলে অপরাজিত ৪৯ রান করেছেন ৬ ছক্কায়। চার মারার প্রয়োজন বোধ করেননি তিনি।

চার নম্বরে নেমে মাঝে রুশোকে ভালো সঙ্গ দিয়েছিলেন ভ্যান দার মেরওয়ে। ১৪ বলে ২৫ রান করে অস্টম ওভারে বিদায় নেন তিনি। নবম ওভারে মারাঠা অ্যারাবিয়ানস আরো ২ উইকেট হারালে ম্যাচের উত্তেজনার যেন ষোলকলা পূর্ণ হয়। শেষ ওভারে মারাঠার রোমাঞ্চকর জয়ে অবশ্য নিখাদ বিনোদনই পেয়েছে ক্রিকেটের দর্শকরা।

রাতেই টিম শ্রীলঙ্কা আরেকটি ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় রাত ১২টায় দিনের শেষ ম্যাচটিতে তামিম ইকবাল ও শহীদ আফ্রিদিদের পাখতুনসের মুখোমুখি হবে দলটি।

সংক্ষিপ্ত স্কোর :

টিম শ্রীলঙ্কা : ১০ ওভারে ১২৫/৪ (মুনাবিয়েরা ৪, চান্ডিমাল ৩৭*, রাজাপাকসে ১৯, জয়সুরিয়া ২৮, রামবুকওয়েলা ২২, ডি সিলভা ৮; ভিলজোয়েন ২/২৮, আমির ০/২৬, ইমাদ ০/২৩, জাহোর ০/১৪, ব্রাভো ২/১২, মেরওয়ে ০/১৯)।

মারাঠা অ্যারাবিয়ানস : ১০ ওভারে ১৩১/৫ (কামরান ৪, হেলস ৩২, রুশো ৪৯*, মেরওয়ে ২৫, হুইটলি ৮, ব্রাভো ০, ইমাদ ৯*, ফারনান্দো ২/১৫, সিহান ১/১৯, লাহিরু ০/৩০, সিনানায়েকে ০/২১, সিলভা ০/৩০, রামবুকওয়েলা ১/১৬)।

ফল : মারাঠা অ্যারাবিয়ানস ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : রাইলি রুশো। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়