শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৫ ভাগ ইসরায়েলির বিশ্বাস দেশটির গণতন্ত্র ‘বিপদজনক’

রাশিদ রিয়াজ : ইসরায়েলের বেশিরভাগ সচেতন (৮১ ভাগ) রাজনীতিবিদ, গণমাধ্যম ও ধর্মীয় নেতা রাব্বিরা মনে করছে দেশটির সংবিধান দুর্বল এবং ৭৯ ভাগ ধর্মনিরপেক্ষ ইহুদি বলছেন ক্রমশঃ রাষ্ট্রটির নিয়ন্ত্রণ নিচ্ছে ধর্ম। মঙ্গলবার এক জরিপে উঠে আসে যে দেশটির ৪৫ ভাগ নাগরিক যারা নিজেদের বাম ও আরব ইসরায়েলি মনে করেন তারা বিশ্বাস করেন ইসরায়েলের গণতন্ত্র খুবই বিপদজনক পর্যায়ে পৌঁছেছে।

দি ইসরায়েল ডেমোক্রেসি ইনডেক্স’এর এ জরিপে দেখা যায় দেশটির নাগরিকরা গভীরভাবে রাজনীতিবিদদের অবিশ্বাস করে, আস্থা নেই মিডিয়া ও ধর্মীয় নেতাদের প্রতিও। কিন্তু ইসরায়েলি নাগরিকদের আস্থা বরং বাড়ছে সেনাবাহিনী, আদালত ও প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থার ওপর। সরকারের ওপর বিশ্বাস রয়েছে ২৯, সংসদের ওপর ২৬, রাজনৈতিক দলের ওপর মাত্র ১৫ ভাগ ইসরায়েরি নাগরিক বিশ্বাস রাখেন। গত মে মাসে এক হাজার ২৪ জনের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় এ জরিপে।

জরিপে আরো বলা হয়েছে, ৮০ ভাগ রাজনীতিবিদ তাদের নিজেদের স্বার্থ নিয়ে উদ্বেগে থাকেন, উদ্বিগ্ন ইসরায়েলের সংবিধান নিয়েও। এমনকি দেশটির বিরোধীদলকে প্রবল অকার্যকর মনে করেন ৮১ ভাগ ইসরায়েলি। তারা মনে করেন ইসরায়েলের বর্তমান বিরোধীদল খুবই দুর্বল এবং সঠিকভাবে কাজ করতে পারছে না। দেশটির প্রধান ধর্মীয় নেতার ওপর ২০ ভাগ ইসরায়েলি আস্থা রাখলেও ৮১ ভাগ প্রবল আস্থা রাখেন সেনাবাহিনীর ওপর। ৮৮ ভাগ ইহুদি ইসরায়েলি সেনবাহিনীর ওপর আস্থা রাখেন।

গণমাধ্যমের মধ্যে টেলিভিশন থেকে ৫৩, দৈনিক পত্রিকা থেকে ২৮ ও রেডিও থেকে ২৬ ভাগ ইসরায়েলি নাগরিক সংবাদ আহরন করেন। একই সময় ২৮ ভাগ নাগরিক মিডিয়ার ওপর বিশ্বাস রাখেন। জরিপে ৭৪ ভাগ মত দেন সরকারের সমালোচনা বন্ধ করতে যে সব আইন রয়েছে তার চরম বিরোধিতা করেন তারা। তবে ইসরায়েলে বসবাস করতে পেরে অধিকাংশ নাগরিকই সন্তষ্ট বলে জানিয়েছেন। ইসরায়েলের ডেমোক্রেসি ইন্সটিটিউটের অধ্যাপক টামার হারম্যান এ জরিপ সম্পর্কে বলেন, ইসরায়েলের পরিস্থিতি ও নেতৃত্ব এবং প্রতিষ্ঠান নিয়ে সাধারণের ও ব্যক্তিগত মতামতের মধ্যে বিরাট ফারাক রয়েছে। এধরনের বিশাল পার্থক্য ইসরায়েলের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করছে। টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়