শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৯:০০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলাবামা নির্বাচন চলছে, নিপীড়ক রয় মুরের সামনে কঠিন পরীক্ষা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন। আলোচিত এই নির্বাচনে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত আলাবামার সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রয় মুর।

ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকা মুর প্রথম দিকে আলোচনায় এগিয়ে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে একের পর এক যৌন অভিযোগ উঠে আসায় তাকে নিয়ে সংশয় দেখা গিয়েছে নিজ দলেও। এদিকে, মুরের প্রতি সমর্থনের কারনে ট্রাম্পের সাথে বয়োজ্যেষ্ঠ নেতাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে বলে আশঙ্কা করছেন রিপাবলিকান সদস্যরা।

তবে হয়রানি সংক্রান্ত সকল অভিযোগকে অস্বীকার করে মুর বলেন, কমবয়সে সে বেশ কিছু মেয়ের পিছনে ঘুরলে পরিবারের সম্মতি ছাড়া কিছুই করেনি। বর্তমানে ট্রাম্পের সাথে আমেরিকাকে ‘গ্রেট’ বানানোর বিষয়েই আগ্রহী সে।

এদিকে, কেন্দ্রীয় নেতাদের আপত্তি থাকা সত্ত্বেও আলাবামার গভর্নর ও রাজ্য পর্যায়ের দলীয় নেতৃত্ব সব অভিযোগ সত্তে¡ও মুরকে ত্যাগ করতে সম্মত নয়। তাদের মতে তার অপরাধ যাই হোক প্রতিদ্বন্দ্বী

ডেমোক্রেটিক জোন্স কোনো ভাবেই যোগ্য প্রার্থী নয়। তবে এই নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের জরিপে উঠে এসেছে, মুর নয় বরং জোন্সই এগিয়ে রয়েছে।

নির্বাচনটি নিয়ে ট্রাম্প অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তারমতে যেভাবেই হোক নির্বাচনটিতে রিপাবলিকানদের জয়যুক্ত হতেই হবে। এর কারণ হিসেবে ট্রাম্প বলছেন, এই নির্বাচনের ফলাফলই রিপাবলিকান বা ডেমোক্রেট কার হাতে ক্ষমতা থাকবে তা নির্ধারণ করবে।

এদিকে, সম্প্রতি যৌন হয়রানি বিষয়ক আলোচনায় থাকা রয় মুরকে ট্রাম্পের সমর্থনের নেপথ্যে অন্যকোনো কারণ রয়েছে কিনা এ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষত ট্রাম্পের বিরুদ্ধেও অনেকটা একই সময়ে যৌন হয়রানির বিভিন্ন অভিযোগও মুরের প্রতি সমর্থনের কারণ হতে পারে বলে মনে করছেন তারা। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়