শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে: মির্জা ফখরুল

কিরণ সেখ: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে গিয়েই পড়লো।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত এক প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

'ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ২৫জন রেজিস্টার্ড গ্রাজুয়েটস' প্রতিনিধি নির্বাচন-২০১৭ উপলক্ষে আয়োজিত এক পরিচিতি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা ও আন্দোলন করেছি। সংসদে আইন পাশ হয়েছে। আর কোনভাবেই এটাকে (বিচার বিভাগ) মুক্ত করা গেলো না। এটাকে মুক্ত করতে গিয়ে প্রধান বিচারপতি তার পদ হারালেন, দেশ ত্যাগ করলেন। এই হচ্ছে বর্তমান অবস্থা।

এর আগে সিনেট নির্বাচনের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন। লিখিত বক্তব্যে আক্তার হোসেন প্যানেলের পক্ষে ৭টি এজেন্ডা তুলে ধরেন।

এজেন্ডাগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও মান-মর্যাদা পুন: প্রতিষ্ঠিত করা, একাডেমিক কার্যক্রমের দৃশ্যমান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সিনেটকে সম্পৃক্ত, কেবলমাত্র বাজেট অনুমোদন ও উপাচার্য প্যানেল নির্বাচন করার মধ্যেই সিনেটকে সীমাবদ্ধ না করা, শিক্ষক নিয়োগ মেধার মূল্যায়নকেই একমাত্র মানদন্ড হিসেবে প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট সমস্যার সমাধান করা ও নিরাপত্তা জোরদার, দলমত নির্বিশেষে সব ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত এবং ছাত্র- ছাত্রীদের প্রাণের দাবি, ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠানের ব্যবস্থা করা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীরা হলেন, ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড. উম্মে কুলসুম রওজাতুল রোম্মান, এ কে এম ফজলুল হক মিলন, এ টি এম আবদুল বারী ড্যানী, এ বি এম ফজলুর করিম, এ বি এম মোশাররফ হোসেন, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কে এম আমিরুজ্জামান শিমুল, ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোহাম্মদ আবদুর রব, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ডা. মোহাম্মদ রফিকুল কবির লাবু, মো. আশরাফুল হক, অ্যাডভোকেট মো. মাসুদ আহমেদ তালুকদার, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. শরীফুল ইসলাম দুলু, মো. সাইফুল ইসলাম ফিরোজ, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মো. সেলিমুজ্জামান মোল্যা সেলিম, শওকত মাহমুদ, ড. সদরুল আমিন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সিনেট নির্বাচন কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, ওবায়দুল ইসলাম, ড. মামুন আহমেদ, ড. মোর্শেদ হোসেন, ড্যাবের সভাপতি এম এ আজিজ, ছাত্রদল নেতা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়