শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৯ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরবাসী ও প্রধানমন্ত্রীকে ‘নতুন সিটি’ উপহার দেওয়ার লক্ষ্যেই মেয়র নির্বাচন করতে চাই : সাদেক খান

আশিক রহমান : আমি রাজনীতির মানুষ। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছি। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে পথ চলি। সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করি। নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা যদি চান তাহলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে চাইÑ আমাদের অর্থনীতিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।তিনি বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় জানি, কীভাবে মানুষের কল্যাণ নিশ্চিত হয়। ঢাকা মহানগরের দায়িত্বে আছি দীর্ঘদিন যাবৎ। ভারপ্রাপ্ত মেয়র, কমিশনার হিসেবেও কাজ করেছি। সফল হয়েছি। দল ও নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছে। সবাই চায় আমি নির্বাচন করি। আমারও আগ্রহ রয়েছে নির্বাচন করার। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নগরবাসীর সেবায় কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক অনেকগুলো নতুন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আমি তার সে পরিকল্পনা, পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে চাই। এর বাইরে উত্তর সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে আমার। আমি দুইবার অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। জানি কীভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়। কাজটা এগিয়ে নেওয়া যায়।সাদেক খান বলেন, উত্তর সিটি করপোরেশনে অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে মাদক অন্যতম। মাদক নির্মূল করতে চাই। করপোরেশনে যেখানে যে সমস্যা রয়েছে সেখানে নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়ন করব। জানি অনেক চ্যালেঞ্জ তবে সততা ও নিষ্ঠা থাকলে অনেককিছুই করা সম্ভব।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে বলে বিশ্বাস করি। কারণ আমি সততা ও আন্তুরিকতার সঙ্গে কাজ করি। আগেই বলেছিÑ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের কারণে আমি জানি কীভাবে করপোরেশন চালাতে হয়। কীভাবে নগরবাসীর সমস্যা নিরসনে কাজ করতে হয়। এখানেই আমি অন্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে এগিয়ে। আমার অতীত অভিজ্ঞতা, দল ও নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ফলে সব মিলিয়ে দল আমাকেই মনোনয়ন দিবে বলে দৃঢ় বিশ্বাস।এক প্রশ্নের জবাবে সাদেক খান বলেন, আওয়ামী লীগ এখন যথেষ্ট জনপ্রিয়। যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের যথাযথ ও সময়োপযোগী পরিকল্পনার কারণে এটা সম্ভব হয়েছে। গণতন্ত্রের প্রতি সরকারের কমিটমেন্ট ও উন্নয়নের কারণেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়ী করবে জনগণ। এটা আমার বিশ্বাস। তবে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন সেটাই আমি পালন করব।

তিনি বলেন, নেত্রী আমাকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মনোয়ন দিবেন বলে বিশ্বাস করি। কারণ তিনি জানেন দলের প্রতি আমার নিবেদন। নেতাকর্মী ও জনগণের প্রতি আমার কমিটমেন্ট। সব মিলিয়ে মনোয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী।তিনি আরও বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। উত্তর সিটি করপোরেশন নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল। উদ্যোগ ছিল। ছিল সেরা সিটি গড়ার স্বপ্নও। তার স্বপ্ন বাস্তবায়ন, নগরবাসী ও প্রধানমন্ত্রীকে ‘নতুন সিটি’ উপহার দেওয়ার লক্ষ্যেই মেয়র নির্বাচনে লড়তে চাই। আওয়ামী লীগের মনোনয়ন পেতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়