শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎপল দাস নিখোঁজ হওয়ার দুই মাস!

পুলক ঘটক : গত রবিবার উৎপল দাস নিখোঁজ হওয়ার দুই মাস পূর্ণ হলো। তাকে উদ্ধার করার ব্যাপারে কর্তৃপক্ষ একেবারে নিরব। গত দেড় মাস যাবত উৎপলের সহকর্মীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে প্রতিদিন মানববন্ধন করছে। এরকম প্রতিদিনের নিরব শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচী অতীতে দেখা যায়নি। অথচ সাংবাদিকদের এই সেন্টিমেন্ট কেউ আমলে নিচ্ছে না। এগুলো খুব খারাপ লক্ষণ। উৎপল নিখোঁজ হওয়ার ব্যাপারে সহকর্মীদের এই প্রতিবাদ স্বতঃস্ফুর্ত। কিছু সংগঠক থাকলেও সংগঠন নেই। কোনো সাংবাদিক সংগঠন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়নি। নেতারা মাঝে মাঝে অন্যদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে গলাবাজি করে গেছেন। দায়িত্ব নেননি। জনমতের চাপে কিংবা মুখ রক্ষার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একদিন মানববন্ধন করেছে। উদ্ধারের জন্য অনন্তকাল সময় দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সেই থেকে সবাই চুপ।

ইনকিলাবের সাংবাদিকদের পাওনা আদায়ের আন্দোলনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে ডিইউজের বর্তমান সভাপতি/সম্পাদকের উপর আস্থা রাখার বাস্তব কোনো কারণ নেই। কাজেই সংগঠন ছাড়া আন্দোলন! খ্যাতিমান সাংবাদিক প্রবীর শিকদারকে মুক্ত করার আন্দেলন করতে গিয়ে আমি ডিইউজের ব্যানার ব্যবহার করতে পারিনি। আহমেদ রাজুকে মুক্ত করার জন্যেও ডিইউজের ব্যানার কাজে লাগেনি। ফটো সাংবাদিক আশিকের ক্ষেত্রেও মারাত্মক আপোষকামিতা দেখেছি। নেপথ্যের আপোষ পীড়াদায়ক। আমরা নির্বাচিত সাংবাদিক নেতারা সাংগঠনিক শক্তি নিয়ে সহকর্মীদের পাশে দাঁড়াতে বার বার ব্যর্থ হচ্ছি। তবে সাংবাদিকরা বসে নেই। আমাদের মমত্ববোধ আছে, ফেলো ফিলিংস আছে। তাই দিয়ে আমরা ঐক্য প্রতিষ্ঠা করব; হাতে হাত ধরে এগিয়ে যাব। উৎপলকে উদ্ধার করতে হবে। পেশাগত অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতাসহ সাংবাদিকদের সার্বিক দূরবস্থার অবসান ঘটাতে ঐক্যের বিকল্প নেই।

পরিচিতি : প্রধান প্রতিবেদক, দি ডেইলি অবজারভার/ ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়