শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাল পাচার, অভিযোগ গুদাম কর্মকর্তাদের দিকে

ডেস্ক রিপোর্ট : রাজশাহীতে সরকারি খাদ্য গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্টায় গুদামের কর্মকর্তারা জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ট্রাকচালক ফিরোজ আহমেদ। জব্দ প্রতিটি চালের বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহবুবর রহমান তার জবানবন্দি নেন।

জবানবন্দিতে ট্রাকচালক ফিরোজ আহমেদ জানান, রোববার সকালে মহানগরীর রহরমপুর এলাকার কাইয়ুম নামে এক ব্যক্তি তার ট্রাকটি ভাড়া করে। তাকে কাইয়ুম বলেন, সরকারি খাদ্য গুদাম ও বহরমপুর এলাকা থেকে আরো কিছু চাল নিয়ে তানোর উপজেলার কালিগঞ্জে যেতে হবে। সেই অনুযায়ী চুক্তি হয়। কাইয়ুমের কথা অনুযায়ী রোববার সকালে তিনি ট্রাক নিয়ে খাদ্য গুদামে যান।

সেখানে কাইয়ুম ও গুদামের দু’জন কর্মকর্তার উপস্থিতিতে শ্রমিকরা ১৭৬ বস্তা চাল ট্রাকে তুলে দেন। তবে গুদাম থেকে বের হতেই পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে চাল জব্দ করে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, গ্রেপ্তার ট্রাক চালককে সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহবুবর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ফিরোজ আহমেদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা মামলা তদন্তের কাজে লাগবে।

রোববার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটক ট্রাকচালক ছাড়াও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা খাদ্য বিভাগের কর্মকর্তা।

রোববার দুপুরে রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে কিছুটা দূরে মহানগরীর শালবাগান এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার করা হচ্ছে- এ তথ্যের ভিত্তিতেই ট্রাকটি আটক করা হয়।

অভিযানের সময় চালের সঙ্গে চালানের কাগজ দেখাতে না পারায় ট্রাকসহ চালগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। আটক করা হয় ট্রাকের চালক ফিরোজ আহমেদকে। ফিরোজ মহানগরীর হেতেমখাঁ এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে। দুপুরে চালগুলো জব্দ করা হলেও চালানের কাগজের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু খবর পাঠানোর পরও খাদ্য গুদামের কোনো কর্মকর্তা কাগজপত্র নিয়ে থানায় যাননি। আবার কোনো ডিলারও চালের মালিকানা দাবি করেননি। তাই চালগুলো পাচার হচ্ছিল ধরে নিয়েই মামলা করে বোয়ালিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ট্রাকে মোট ১৭৬টি চালের বস্তা পাওয়া গেছে। প্রতিটি বস্তায় চাল রয়েছে ৩০ কেজি। বস্তার গায়ে লেখা আছে- ‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’। বস্তার গায়ে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এবং খাদ্য অধিদফতরের নামও লেখা রয়েছে।

ট্রাকসহ ১৭৬ বস্তা চাল আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা বোয়ালিয়া মডেল থানায় গিয়ে চালগুলো পরিদর্শন করেছেন। চাল পাচারের ঘটনায় দায়ের করা মামলাটির তদারকি করেছে দুদক। সরকারি কর্মকর্তা থাকায় সংস্থাটি এ মামলার তদন্ত করতে চায় বলেও জানিয়েছেন দুদকের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ।

সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়